ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির ৫ দাবি

  • আপডেট সময় : ০২:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর সংবাদ সম্মেলন বক্তারা -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার আদর্শ প্রতিষ্ঠা করাসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, দেশের সব নাগরিকের সমমর্যাদা ও সমঅধিকার এবং সুশাসন ও ন্যায়বিচার ভোগের নিশ্চয়তা দেওয়া হয়েছিল সংবিধানে। কিন্তু পরিতাপের বিষয় প্রায় সব ক্ষেত্রে রাষ্ট্র চলেছে উল্টো পথে। এ দেশে সাম্প্রদায়িকতা স্তিমিত না হয়ে সমাজের সর্বত্র পাল্লা দিয়ে বেড়েছে। রাজনৈতিক পটপরিবর্তন, নির্বাচন কিংবা অস্থিরতার সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারের গতি তীব্রতা পেয়ে আসছে।
সংগঠনের দাবিগুলো হলো-

১. অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” আদর্শ প্রতিষ্ঠা করা।

২. বাংলাদেশকে পাঁচটি রাজ্যে বিভক্ত করে পাঁচটি রাজ্য সরকার ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিকেন্দ্রীকৃত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সব নাগরিক সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৩. সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা।

৪. জাতীয় শিক্ষাক্রমের সব পর্যায়ে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাসহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠদানের ব্যবস্থা কার্যকর করা।

৫. ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি ও সমতলের আদিবাসী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব দিলীপ দাস, যুগ্ম মহাসচিব ডা. ফয়জুর রহমান, নির্বাহী সদস্য তারক চন্দ্র রায় প্রমুখ।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির ৫ দাবি

আপডেট সময় : ০২:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার আদর্শ প্রতিষ্ঠা করাসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, দেশের সব নাগরিকের সমমর্যাদা ও সমঅধিকার এবং সুশাসন ও ন্যায়বিচার ভোগের নিশ্চয়তা দেওয়া হয়েছিল সংবিধানে। কিন্তু পরিতাপের বিষয় প্রায় সব ক্ষেত্রে রাষ্ট্র চলেছে উল্টো পথে। এ দেশে সাম্প্রদায়িকতা স্তিমিত না হয়ে সমাজের সর্বত্র পাল্লা দিয়ে বেড়েছে। রাজনৈতিক পটপরিবর্তন, নির্বাচন কিংবা অস্থিরতার সময়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারের গতি তীব্রতা পেয়ে আসছে।
সংগঠনের দাবিগুলো হলো-

১. অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” আদর্শ প্রতিষ্ঠা করা।

২. বাংলাদেশকে পাঁচটি রাজ্যে বিভক্ত করে পাঁচটি রাজ্য সরকার ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিকেন্দ্রীকৃত সরকার ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সব নাগরিক সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৩. সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা।

৪. জাতীয় শিক্ষাক্রমের সব পর্যায়ে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাসহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠদানের ব্যবস্থা কার্যকর করা।

৫. ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি ও সমতলের আদিবাসী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব দিলীপ দাস, যুগ্ম মহাসচিব ডা. ফয়জুর রহমান, নির্বাহী সদস্য তারক চন্দ্র রায় প্রমুখ।