নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি, সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন। এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম জানান, হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রবিবার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে আবেদন করা হয়। আজ আবেদনটির ওপর শুনানি হয়। মঙ্গলবার আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে ছিলেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. রাশেদুল হক। গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালকের (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক।