ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বাংলাদেশ ব্যাংকের লেনদেন খতিয়ে দেখলো ফেড

  • আপডেট সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে এসেছিল নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দেশের আর্থিক খাতের সংস্থাটির সার্বিক লেনদেন খতিয়ে দেখেছে ফেড। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের গ্রাহকদের সঙ্গে এই প্রতিনিধি দল দেখা করবেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লেনদেনে বাংলাদেশ ব্যাংকের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কি করলে আরও ভালো সেবা দেওয়া যাবে সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা যে লেনদেনগুলো করছি সে সম্পর্কে তাদের বোঝাপড়া শেয়ার করেছে। এছাড়া জি ২০ ও বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে গভর্নরের ধারণা কি ও আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সে সম্পর্কে আলোচনা হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ৪৫০ কোটি ডলারের ঋণ চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি দিয়েছিলো। এরপর বেশ কয়েক ধাপে বাংলাদেশ ব্যাংক এসছিলো সংস্থাটির প্রতিনিধি দল। সর্বশেষ গত ১৪ জানুয়ারি চূড়ান্ত আলোচনার জন্য আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছিলেন। তখন প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এরপর গত ২ ফেব্রুয়ারি আইএমএফের প্রথম কিস্তির ৪৭৬ মিলিয়ন পায় বাংলাদেশ। এই ডলার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছিলো। সাত কিস্তিতে ৪২ মাসে এই ঋণ দেওয়া হবে। সারাবিশ্বের মতো বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দ্রব্যমূল্যের দামে ব্যাপক ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতি বাড়ছে হু হু করে। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে হচ্ছে। রিজার্ভের ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতির মধ্যে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক ও সরকারের সঙ্গে বৈঠক করতে আসছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

বাংলাদেশ ব্যাংকের লেনদেন খতিয়ে দেখলো ফেড

আপডেট সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে এসেছিল নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। দেশের আর্থিক খাতের সংস্থাটির সার্বিক লেনদেন খতিয়ে দেখেছে ফেড। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের গ্রাহকদের সঙ্গে এই প্রতিনিধি দল দেখা করবেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লেনদেনে বাংলাদেশ ব্যাংকের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কি করলে আরও ভালো সেবা দেওয়া যাবে সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা যে লেনদেনগুলো করছি সে সম্পর্কে তাদের বোঝাপড়া শেয়ার করেছে। এছাড়া জি ২০ ও বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে গভর্নরের ধারণা কি ও আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি সে সম্পর্কে আলোচনা হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ ৪৫০ কোটি ডলারের ঋণ চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি দিয়েছিলো। এরপর বেশ কয়েক ধাপে বাংলাদেশ ব্যাংক এসছিলো সংস্থাটির প্রতিনিধি দল। সর্বশেষ গত ১৪ জানুয়ারি চূড়ান্ত আলোচনার জন্য আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছিলেন। তখন প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এরপর গত ২ ফেব্রুয়ারি আইএমএফের প্রথম কিস্তির ৪৭৬ মিলিয়ন পায় বাংলাদেশ। এই ডলার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছিলো। সাত কিস্তিতে ৪২ মাসে এই ঋণ দেওয়া হবে। সারাবিশ্বের মতো বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দ্রব্যমূল্যের দামে ব্যাপক ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতি বাড়ছে হু হু করে। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিতে হচ্ছে। রিজার্ভের ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতির মধ্যে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক ও সরকারের সঙ্গে বৈঠক করতে আসছেন।