ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নিতে চায় লিবিয়া

  • আপডেট সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। গতকাল সোমবার (২২ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সুলায়মানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই লিবিয়ার রাষ্ট্রদূত সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারকে শুভ কামনা জানিয়ে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন। বৈঠকে উভয়পক্ষ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো হবে। এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন। কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, যুগ্ম সচিব মো. আবু রায়হান মিঞা ও মো. সাজ্জাদ হোসেন ভূঞাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নিতে চায় লিবিয়া

আপডেট সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। গতকাল সোমবার (২২ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সুলায়মানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই লিবিয়ার রাষ্ট্রদূত সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারকে শুভ কামনা জানিয়ে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন। বৈঠকে উভয়পক্ষ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো হবে। এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন। কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, যুগ্ম সচিব মো. আবু রায়হান মিঞা ও মো. সাজ্জাদ হোসেন ভূঞাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।