ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ থেকে এবারও হজে যাওয়া হচ্ছে না

  • আপডেট সময় : ০২:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গেলো বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। শুধুমাত্র নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেবে সৌদি আরব। শনিবার দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্ম বিষয় মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজ হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। গত ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব ভ্যাকসিন গ্রহণকারীদের হজ অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে এবারও হজে যাওয়া হচ্ছে না

আপডেট সময় : ০২:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : গেলো বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। শুধুমাত্র নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেবে সৌদি আরব। শনিবার দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্ম বিষয় মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজ হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। গত ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব ভ্যাকসিন গ্রহণকারীদের হজ অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।