ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ছাড়ার আগে রাজশাহীর বিদেশি খেলোয়াড়

  • আপডেট সময় : ০৮:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়ে গিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে এসেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। এরপর টুর্নামেন্টে নেহাৎ মন্দ করেননি। অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন ঠিকঠাক।

দুর্বার রাজশাহীকেও নিয়ে গিয়েছিলেন প্লে-অফের দোরগোড়ায়। তবে মাঠের বাইরের ঘটনাগুলোতে দলের বাকিদের মতো ভুগতে হয়েছে তাকেও। শেষমেশ দুর্বার রাজশাহী বিদায় নিলেও রায়ান বার্লের দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা।

দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। আর বিদায়ের সময়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। একই সঙ্গে উল্লেখ করলেন, গত ৫ সপ্তাহে একেবারেই ভোলার মতো নয়।

নিজের ফেসবুক স্ট্যাটাসে বার্ল লিখেছেন, নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো না। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সব ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।
চলতি আসরে দুর্বার রাজশাহী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিং ব্যাট করে ১ ফিফটির সাহায্যে নিয়েছেন ২৯৩ রান। বল হাতে পেয়েছেন ৭ উইকেট। মাঝে ১ ম্যাচে বেতন ইস্যুতে ম্যাচ বর্জন বাদ দিলে পুরোটা সময় ছিলেন দলের অংশ হয়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ছাড়ার আগে রাজশাহীর বিদেশি খেলোয়াড়

আপডেট সময় : ০৮:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়ে গিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে এসেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। এরপর টুর্নামেন্টে নেহাৎ মন্দ করেননি। অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন ঠিকঠাক।

দুর্বার রাজশাহীকেও নিয়ে গিয়েছিলেন প্লে-অফের দোরগোড়ায়। তবে মাঠের বাইরের ঘটনাগুলোতে দলের বাকিদের মতো ভুগতে হয়েছে তাকেও। শেষমেশ দুর্বার রাজশাহী বিদায় নিলেও রায়ান বার্লের দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা।

দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। আর বিদায়ের সময়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। একই সঙ্গে উল্লেখ করলেন, গত ৫ সপ্তাহে একেবারেই ভোলার মতো নয়।

নিজের ফেসবুক স্ট্যাটাসে বার্ল লিখেছেন, নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো না। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সব ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।
চলতি আসরে দুর্বার রাজশাহী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিং ব্যাট করে ১ ফিফটির সাহায্যে নিয়েছেন ২৯৩ রান। বল হাতে পেয়েছেন ৭ উইকেট। মাঝে ১ ম্যাচে বেতন ইস্যুতে ম্যাচ বর্জন বাদ দিলে পুরোটা সময় ছিলেন দলের অংশ হয়ে।