ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ-কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

  • আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উভয় পক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের সঙ্গে কেনিয়ার প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়। এর একটি হলো নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক। অপরটি দুদেশের কূটনীতিকদের দক্ষতা উন্নয়নে উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ। সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা নিজ নিজ পক্ষে সই করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তিনি বলেন, কেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চাই আমরা। উভয় পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে দুটি সমঝোতাও সই হয়েছে। কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কেনিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুযোগ নিতে পারেন। দুদেশের মধ্যে আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উভয় পক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের সঙ্গে কেনিয়ার প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়। এর একটি হলো নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক। অপরটি দুদেশের কূটনীতিকদের দক্ষতা উন্নয়নে উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ। সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা নিজ নিজ পক্ষে সই করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তিনি বলেন, কেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চাই আমরা। উভয় পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে দুটি সমঝোতাও সই হয়েছে। কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কেনিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুযোগ নিতে পারেন। দুদেশের মধ্যে আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।