প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশ অব্যাহতভাবে ‘এক চীন নীতি’ মেনে চলবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ আশা ব্যক্ত করেন তিনি। বিবৃতিতে তাইওয়ানের ব্যাপারে চীনের আইনসম্মত ও ন্যায্য অবস্থান বাংলাদেশ বুঝবে ও সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেন লি। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যাশা করেন। লি জিমিং বলেন, চীন ও বাংলাদেশ একে অন্যের ভালো প্রতিবেশী। দুই দেশই একে অপরের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। দুই দেশ সব সময় নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখ-তাসংক্রান্ত মৌলিক স্বার্থের বিষয়ে একে অপরকে বুঝেছে এবং সমর্থন করেছে। এক চীন নীতির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও ‘তাইওয়ানের স্বাধীনতা’র প্রতি বাংলাদেশের জোরালো বিরোধিতার প্রশংসা করেছেন লি জিং মিং। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এ প্রেক্ষিতে ঢাকার চীন দূতাবাস এই বিবৃতি দেয়।
চীন বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: তাইওয়ান
এদিকে তাইওয়ানের উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব সাগরে চীন বেশ কয়েকটি দংফেং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ১টা ৫৬ মিনিটে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয় বলে জানিয়েছে তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। চীনের গণমুক্তি ফৌজ এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছে বিবিসি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়ায় তারা সংশ্লিষ্ট প্রতিরক্ষা পদ্ধতি সচল করেছে। মন্ত্রণালয়টি চীনের ‘অযৌক্তিক’ আচরণের নিন্দা জানিয়ে আঞ্চলিক শান্তি বিনষ্ট করার জন্য বেইজিংকে অভিযুক্ত করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্র্যাক করতে পারে যুক্তরাষ্ট্রের এমন একটি বিমানবাহী রণতরী জাপান থেকে তাইওয়ানের উপকূলবর্তী ফিলিপিন্স সাগরের দিকে রওনা হয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। তাইপে থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, তাইওয়ানের রাজধানীতে জীবনযাত্রা স্বাভাবিক আছে, লোকজন শান্ত থাকলেও তারা উদ্বিগ্ন।
বাংলাদেশ ‘এক চীন নীতি’ মেনে চলবে প্রত্যাশা রাষ্ট্রদূতের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ