ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ

  • আপডেট সময় : ০৮:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো ফুটবলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে টাইগ্রেসরা যখন দেশে পা রেখে ছাদখোলা বাসে উৎসবে মাতোয়ারা। তখন ভিন্ন চিত্র যেনো বাংলাদেশের ক্রিকেট দলের। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে লজ্জার হারের সঙ্গী হয়েছে শান্ত-মুশফিকরা। তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হেরেছে নাজুমুল হোসেন শান্তর দল। এই হারে ২-০-তে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।
সাগরিকায় টেস্টে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে ২৭৩ রান ও ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।
প্রথম ইনিংসে বাংলাদেশ অল্পতে গুটিয়ে যাওয়ায় প্রোটিয়াদের লিড হয় ৪১৬ রানের। দক্ষিণ আফ্রিকা ফলোঅন করানোয় দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের হাল ঐ একই। রান করার চেয়ে তারা ব্যস্ত হয়ে পড়েন উইকেট তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরতে। টপ অর্ডারের ৪ ব্যাটারের মধ্যে দুই অংকের ঘরে পৌঁছান কেবল মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলাম আউট হন কেবল ৬ করে। তিনে নামা জাকির হাসান ৭ রানের বেশি করতে পারেননি।
প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ করা মুমিনুল হক এবার হয়েছেন ডাক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য করেছেন ৩৬। দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম বিদায় নেন ২ করতেই। স্বস্তি এনে দিতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজও। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও পরের ইনিংসে পেয়েছেন রানের দেখা। ৬৪ বল খেলা অঙ্কন রান করেছেন ২৯। এছাড়া তাইজুলের ব্যাট থেকে আসে ১ রান। শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ ব্যাট হাতে রীতিমতো ঝড় বইয়ে দেন। কমাতে থাকেন হারের ব্যবধান। শেষ পর্যন্ত ১৪৩ অলআউট হয় বাংলাদেশ। তাতে ২৭৩ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ

আপডেট সময় : ০৮:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো ফুটবলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে টাইগ্রেসরা যখন দেশে পা রেখে ছাদখোলা বাসে উৎসবে মাতোয়ারা। তখন ভিন্ন চিত্র যেনো বাংলাদেশের ক্রিকেট দলের। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে লজ্জার হারের সঙ্গী হয়েছে শান্ত-মুশফিকরা। তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হেরেছে নাজুমুল হোসেন শান্তর দল। এই হারে ২-০-তে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।
সাগরিকায় টেস্টে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে ২৭৩ রান ও ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।
প্রথম ইনিংসে বাংলাদেশ অল্পতে গুটিয়ে যাওয়ায় প্রোটিয়াদের লিড হয় ৪১৬ রানের। দক্ষিণ আফ্রিকা ফলোঅন করানোয় দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের হাল ঐ একই। রান করার চেয়ে তারা ব্যস্ত হয়ে পড়েন উইকেট তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরতে। টপ অর্ডারের ৪ ব্যাটারের মধ্যে দুই অংকের ঘরে পৌঁছান কেবল মাহমুদুল হাসান জয়। সাদমান ইসলাম আউট হন কেবল ৬ করে। তিনে নামা জাকির হাসান ৭ রানের বেশি করতে পারেননি।
প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ করা মুমিনুল হক এবার হয়েছেন ডাক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য করেছেন ৩৬। দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম বিদায় নেন ২ করতেই। স্বস্তি এনে দিতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজও। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও পরের ইনিংসে পেয়েছেন রানের দেখা। ৬৪ বল খেলা অঙ্কন রান করেছেন ২৯। এছাড়া তাইজুলের ব্যাট থেকে আসে ১ রান। শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ ব্যাট হাতে রীতিমতো ঝড় বইয়ে দেন। কমাতে থাকেন হারের ব্যবধান। শেষ পর্যন্ত ১৪৩ অলআউট হয় বাংলাদেশ। তাতে ২৭৩ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ।