ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা আরএসএসের

  • আপডেট সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার বার্তা দিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির চালিকা শক্তি হিসাবে পরিচিত আরএসএস বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় শনিবার (২২ মার্চ) উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাশ করেছে। বলেছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা, অবিচার এবং নিপীড়ন চালাচ্ছে মৌলবাদীরা। এ নিয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি পাকিস্তান, ডিপ-স্টেটের উসকানিতেই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে বলে দাবি করেছে আরএসএস।

তারা প্রস্তাবে আরো বলেছে, বাংলাদেশে একের পর এক মঠ, মন্দির, দুর্গাপুজো প্যান্ডেল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, মূর্তি ভাঙা, নৃশংস হত্যাকাণ্ড, সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। লাগাতার নারীদের ওপর অপহরণ ও নির্যাতন, জোর করে ধর্ম পরিবর্তনের মতো খবর আসছে। এসব ঘটনাকে নিছক রাজনৈতিক নয়। এখানে ধর্মীয় দিকটিকে অস্বীকার করা, সত্য থেকে দূরে সরে যাওয়া বোঝায়। কিছু আন্তর্জাতিক শক্তি ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ তৈরি করে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভারতের প্রতিবেশী অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

আরএসএস বলেছে, ভারত-বিরোধী পরিবেশ, পাকিস্তান এবং ‘ডিপ স্টেট’-এর সক্রিয়তার দিকে নজর রাখতে হবে। সেগুলিকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্য তারা বিশেষজ্ঞদের অনুরোধ করেছে তারা।

এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে প্রস্তাবটিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অমানবিক আচরণ করা হচ্ছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা আরএসএসের

আপডেট সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার বার্তা দিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির চালিকা শক্তি হিসাবে পরিচিত আরএসএস বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় শনিবার (২২ মার্চ) উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাশ করেছে। বলেছে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা, অবিচার এবং নিপীড়ন চালাচ্ছে মৌলবাদীরা। এ নিয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি পাকিস্তান, ডিপ-স্টেটের উসকানিতেই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে বলে দাবি করেছে আরএসএস।

তারা প্রস্তাবে আরো বলেছে, বাংলাদেশে একের পর এক মঠ, মন্দির, দুর্গাপুজো প্যান্ডেল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, মূর্তি ভাঙা, নৃশংস হত্যাকাণ্ড, সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। লাগাতার নারীদের ওপর অপহরণ ও নির্যাতন, জোর করে ধর্ম পরিবর্তনের মতো খবর আসছে। এসব ঘটনাকে নিছক রাজনৈতিক নয়। এখানে ধর্মীয় দিকটিকে অস্বীকার করা, সত্য থেকে দূরে সরে যাওয়া বোঝায়। কিছু আন্তর্জাতিক শক্তি ইচ্ছাকৃতভাবে অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ তৈরি করে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভারতের প্রতিবেশী অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

আরএসএস বলেছে, ভারত-বিরোধী পরিবেশ, পাকিস্তান এবং ‘ডিপ স্টেট’-এর সক্রিয়তার দিকে নজর রাখতে হবে। সেগুলিকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্য তারা বিশেষজ্ঞদের অনুরোধ করেছে তারা।

এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে প্রস্তাবটিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অমানবিক আচরণ করা হচ্ছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিন।’