ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বাংলাদেশে রোজা শুরু শুক্রবার

  • আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: রমজান মাস শুরু হচ্ছে কবে? সচরাচর সৌদি আরবে যেদিন থেকে রোজা শুরু হয় এর একদিন পর বাংলাদেশে শুরু হয় রোজা। গত মঙ্গলবার (২১ মার্চ) সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) থেকে।
সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশে প্রথম রোজা হবে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ)।
ফলে ধরে নেয়া হচ্ছে, বাংলাদেশে প্রথম রোজা শুক্রবার। আর তারাবিহর নামাজ শুরু হবে আজ বৃহস্পতিবার। ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। বুধবার রাতে তারাবিহ নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে। আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং বৃহস্পতিবার রাতে তারাবিহ পড়ে শেষ রাতে সেহরি খেতে হবে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে। বুধবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

বাংলাদেশে রোজা শুরু শুক্রবার

আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক: রমজান মাস শুরু হচ্ছে কবে? সচরাচর সৌদি আরবে যেদিন থেকে রোজা শুরু হয় এর একদিন পর বাংলাদেশে শুরু হয় রোজা। গত মঙ্গলবার (২১ মার্চ) সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) থেকে।
সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশে প্রথম রোজা হবে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ)।
ফলে ধরে নেয়া হচ্ছে, বাংলাদেশে প্রথম রোজা শুক্রবার। আর তারাবিহর নামাজ শুরু হবে আজ বৃহস্পতিবার। ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। বুধবার রাতে তারাবিহ নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে। আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং বৃহস্পতিবার রাতে তারাবিহ পড়ে শেষ রাতে সেহরি খেতে হবে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে। বুধবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।