নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতীয় সব টেলিভিশনের সম্প্রচার বন্ধের দাবিতে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। পাশাপাশি বাংলাদেশের দর্শকদের জন্য ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরার পক্ষে সোমবার (২ ডিসেম্বর) রিট আবেদনটি করেন তার আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, “বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চে জরুরি শুনানির জন্য মেনশন করেছিলাম। আজ মনে হয় হবে না। তবে চলতি সপ্তাহের যে কোনো দিন এই রিটের ওপর শুনানি হতে পারে।”
রিট আবেদনে ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক’ পরিচালনা আইনের ১৫(১) ধারা অনুসারে দেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালার ৯(১৩) উপবিধি অনুসারে বাংলাদেশের দর্শকদের জন্য ভারতের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আবেদন করা হয়েছে রিটে। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিটিভির মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে এ রিট মামলায়।