ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে নির্বাচনপূর্ব সহিংসতার তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ০২:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : দেশে সংঘটিত রাজনৈতিক প্রতিবাদের পূর্বে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে আসা সহিংসতার রিপোর্টের সম্পূর্ণ তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। সেইসঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গত শুক্রবার এ ধরণের আহ্বান জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের দেশীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৬০ জনের বেশি লোক আহত হয়েছে। অপরদিকে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, শনিবার ঢাকায় দলের পক্ষ থেকে বিক্ষোভের পরিকল্পনা করার আগে গত মাসে হাজার হাজার বিএনপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে লাখ লাখ জনতাকে আকর্ষণ সক্ষমতা ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এই প্রতিবেদনের বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশের উন্নয়ন ‘খুব, খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে। কিরবি বলেন, ভয়, ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের অধিকারের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সকল দলকে আইনের শাসনকে সম্মান করার জন্য, সহিংসতা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা তাদের হয়রানি, ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে দেখতে চাই এবং কোনো দল বা প্রার্থী যাতে অন্য কোনো দলের বিরুদ্ধে হুমকি, উসকানি বা সহিংসতা না করে তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’ ওয়াশিংটন বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার প্রতিবেদন সম্পূর্ণরূপে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে, তিনি যোগ করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে নির্বাচনপূর্ব সহিংসতার তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০২:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : দেশে সংঘটিত রাজনৈতিক প্রতিবাদের পূর্বে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে আসা সহিংসতার রিপোর্টের সম্পূর্ণ তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। সেইসঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গত শুক্রবার এ ধরণের আহ্বান জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের দেশীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৬০ জনের বেশি লোক আহত হয়েছে। অপরদিকে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, শনিবার ঢাকায় দলের পক্ষ থেকে বিক্ষোভের পরিকল্পনা করার আগে গত মাসে হাজার হাজার বিএনপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে লাখ লাখ জনতাকে আকর্ষণ সক্ষমতা ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এই প্রতিবেদনের বিষয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশের উন্নয়ন ‘খুব, খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে। কিরবি বলেন, ভয়, ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের অধিকারের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সকল দলকে আইনের শাসনকে সম্মান করার জন্য, সহিংসতা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা তাদের হয়রানি, ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে দেখতে চাই এবং কোনো দল বা প্রার্থী যাতে অন্য কোনো দলের বিরুদ্ধে হুমকি, উসকানি বা সহিংসতা না করে তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’ ওয়াশিংটন বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার প্রতিবেদন সম্পূর্ণরূপে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে, তিনি যোগ করেছেন।