ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও ভাবছেন না শ্রীরাম

  • আপডেট সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের সঙ্গে শ্রীধরন শ্রীরামের চুক্তি একবারে শেষে দিকে। যদি-কিন্তুর মারপ্যাঁচে এখনও বেঁচে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দলটির খেলার সম্ভাবনা। এর ওপর নির্ভর করছে ঠিক কত দিন আর সাকিব আল হাসানদের সঙ্গে কাজ করবেন শ্রীরাম। তবে তিনি এ বিষয়ে এখনও কিছু ভাবেননি। অগাস্টে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নেন শ্রীরাম। চুক্তি অনুযায়ী চলতি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা তার। শেষ চারে উঠতে ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে আর এক ম্যাচ আছেন তিনি।
অ্যাডিলেইডে রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কয়েকটি সমীকরণ মিলে গেলে শেষ চারে খেলতে পারবে সাকিবের দল। তা সম্ভব না হলে এটিই হবে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীরামের শেষ ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পরেও শ্রীরামকে দলের সঙ্গে দেখতে চান তিনি। পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীরামের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে কিছু খোলাসা করেননি তিনি। “আবারও বলছি, এক সময়ে একটা ম্যাচ। একটা টুর্নামেন্ট এক সময়ে। এখন আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করা। ওখানেই কেবল আমার নজর। বেশি দূরের কিছু নিয়ে ভাবিনি।” শ্রীরামের অধীনে এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের জয় চার ম্যাচে। শুধুমাত্র ফলের দিকে নজর না দিয়ে প্রক্রিয়া ঠিক রাখার কথা বেশ কয়েকবার বলেছেন তিনি। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কার্যকর অবদান রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন শ্রীরাম। তিনি দায়িত্ব নেওয়ার পর পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। উদ্বোধনী জুটি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার পরেও বেশিরভাগ ম্যাচে প্রথম ৬ ওভারে ৪০ এর বেশি রান করেছে বাংলাদেশ। বোলিং-ফিল্ডিংয়েও আগের চেয়ে নিখুঁত দেখা যাচ্ছে দলকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও ভাবছেন না শ্রীরাম

আপডেট সময় : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের সঙ্গে শ্রীধরন শ্রীরামের চুক্তি একবারে শেষে দিকে। যদি-কিন্তুর মারপ্যাঁচে এখনও বেঁচে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দলটির খেলার সম্ভাবনা। এর ওপর নির্ভর করছে ঠিক কত দিন আর সাকিব আল হাসানদের সঙ্গে কাজ করবেন শ্রীরাম। তবে তিনি এ বিষয়ে এখনও কিছু ভাবেননি। অগাস্টে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নেন শ্রীরাম। চুক্তি অনুযায়ী চলতি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা তার। শেষ চারে উঠতে ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে আর এক ম্যাচ আছেন তিনি।
অ্যাডিলেইডে রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কয়েকটি সমীকরণ মিলে গেলে শেষ চারে খেলতে পারবে সাকিবের দল। তা সম্ভব না হলে এটিই হবে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীরামের শেষ ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পরেও শ্রীরামকে দলের সঙ্গে দেখতে চান তিনি। পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীরামের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে কিছু খোলাসা করেননি তিনি। “আবারও বলছি, এক সময়ে একটা ম্যাচ। একটা টুর্নামেন্ট এক সময়ে। এখন আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করা। ওখানেই কেবল আমার নজর। বেশি দূরের কিছু নিয়ে ভাবিনি।” শ্রীরামের অধীনে এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের জয় চার ম্যাচে। শুধুমাত্র ফলের দিকে নজর না দিয়ে প্রক্রিয়া ঠিক রাখার কথা বেশ কয়েকবার বলেছেন তিনি। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কার্যকর অবদান রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন শ্রীরাম। তিনি দায়িত্ব নেওয়ার পর পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। উদ্বোধনী জুটি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার পরেও বেশিরভাগ ম্যাচে প্রথম ৬ ওভারে ৪০ এর বেশি রান করেছে বাংলাদেশ। বোলিং-ফিল্ডিংয়েও আগের চেয়ে নিখুঁত দেখা যাচ্ছে দলকে।