ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার উপুল থারাঙ্গা এখন বাংলাদেশে। তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলছেন। ঠিক এমন সময়ে তার দেশ শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে। জনগন রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এমন সময়ে থারাঙ্গা চুপ থাকেন কীভাবে? শ্রীলঙ্কায় চাল বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি আর গমের কেজি ১৯০ টাকা! একটি ডিমের দাম ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ মন্ত্রীসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলছে সাধারণ মানুষের প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর হামলাও করা হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে উপুল থারাঙ্গা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলনকারীদের কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এই মুহূর্তে বাংলাদেশে না থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিতাম। আমি এই সাহসী শ্রীলঙ্কানদের নিয়ে কতটা গর্বিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। ‘ উল্লেখ্য, থারাঙ্গা ছাড়াও লঙ্কান সরকারের সমালোচনা করেছেন- কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, ভানুকা রাজাপক্ষে, হাসারাঙ্গা ডি সিলভার মতো সাবেক ও বর্তমান তারকারা।