ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে টিকা উৎপাদনে যৌথভাবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান

  • আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গতকাল মঙ্গলবার তার ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি লিখেন, ‘বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সকে এক কোটি ডোজের প্রথম চালান হস্তান্তর করতে যাচ্ছে চীন। চীনের টিকাগুলো অনেক উন্নয়নশীল দেশ করোনার প্রথম ব্যাচ টিকা হিসেবে পেয়েছে।’
উন্নয়নশীল অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণা ও সহযোগিতার মাধ্যমে টিকা উৎপাদনের জন্য চীন কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। তিনি লিখেন, ‘চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে। এছাড়া নিরাপত্তা এবং কার্যকারিতার দিক দিয়ে ব্যাপকভাবে স্বীকৃত চীনের টিকা। ফলে চীনের টিকা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।’
এরই মধ্যে দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রয়োগ চলছে। এখন পর্যন্ত সিনোফোর্মের টিকা নিয়েছেন মোট ৮০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ হাজার ৭৪৮ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই হাজার ২৩৭ জন।
গত ১৯ জুন রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়। এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান বিজয়ের মাস শুরু

বাংলাদেশে টিকা উৎপাদনে যৌথভাবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান

আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গতকাল মঙ্গলবার তার ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি লিখেন, ‘বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সকে এক কোটি ডোজের প্রথম চালান হস্তান্তর করতে যাচ্ছে চীন। চীনের টিকাগুলো অনেক উন্নয়নশীল দেশ করোনার প্রথম ব্যাচ টিকা হিসেবে পেয়েছে।’
উন্নয়নশীল অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণা ও সহযোগিতার মাধ্যমে টিকা উৎপাদনের জন্য চীন কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। তিনি লিখেন, ‘চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে। এছাড়া নিরাপত্তা এবং কার্যকারিতার দিক দিয়ে ব্যাপকভাবে স্বীকৃত চীনের টিকা। ফলে চীনের টিকা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।’
এরই মধ্যে দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রয়োগ চলছে। এখন পর্যন্ত সিনোফোর্মের টিকা নিয়েছেন মোট ৮০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ হাজার ৭৪৮ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই হাজার ২৩৭ জন।
গত ১৯ জুন রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়। এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়।