ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বাংলাদেশে খেললে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যেত : মরগ্যান

  • আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছিল, তাদের ক্রিকেটারদের আর আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে না। কিন্তু ভারতের তদবিরে তাদের মত পাল্টে গেছে। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। একই সময়ে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আইপিএলের কারণে সেটা দেড় বছর পেছানো হয়েছে। এবার তাই আইপিএলে খেলতে চান ইয়োইন মরগ্যান। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মরগ্যান বলেছেন, ‘আইপিএলের বাকি ম্যাচগুলোতে আমি খেলব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর থাকলে তখন বিষয়টা অন্য রকম হতো। বাংলাদেশে ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যেত। কারণ, আমিরাত ও বাংলাদেশের পরিবেশের মধ্যে খুব একটা ফারাক নেই। কিন্তু সেই সফর পিছিয়ে গেছে। তাই আইপিএল খেলতে কোনো সমস্যা নেই।’
এসময় মরগ্যানকে প্রশ্ন করা হয়- ইংল্যান্ড দলের বাকিদেরও কি তিনি আইপিএল খেলার অনুরোধ করবেন? জবাবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘প্রত্যেকের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। বিশ্বকাপের আগে যদি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়, তাহলে আইপিএল খেলতেই পারে। অথবা যদি তারা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে চায়, সেটাও কিন্তু খারাপ নয়। উভয় দিক দিয়েই লাভের সুযোগ আছে। এখন যারা খেলতে চাইবে খেলবে।’ রাজস্থান রয়্যালসের জস বাটলার যদিও সেপ্টেম্বরে আইপিএল খেলতে যেতে চান না। তার স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তিনি স্ত্রীর পাশে থাকবেন। বাটলার বলেছেন, ‘আমার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সেপ্টেম্বরেই দ্বিতীয় সন্তান আমাদের পরিবারে আসবে। এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে চাই। কারণ, সেই সময় আইপিএল খেলতে চলে গেলে আমার মধ্যে বাড়তি চাপ তৈরি হবে। ম্যাচে মনযোগ দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

বাংলাদেশে খেললে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যেত : মরগ্যান

আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছিল, তাদের ক্রিকেটারদের আর আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে না। কিন্তু ভারতের তদবিরে তাদের মত পাল্টে গেছে। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। একই সময়ে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আইপিএলের কারণে সেটা দেড় বছর পেছানো হয়েছে। এবার তাই আইপিএলে খেলতে চান ইয়োইন মরগ্যান। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মরগ্যান বলেছেন, ‘আইপিএলের বাকি ম্যাচগুলোতে আমি খেলব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর থাকলে তখন বিষয়টা অন্য রকম হতো। বাংলাদেশে ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যেত। কারণ, আমিরাত ও বাংলাদেশের পরিবেশের মধ্যে খুব একটা ফারাক নেই। কিন্তু সেই সফর পিছিয়ে গেছে। তাই আইপিএল খেলতে কোনো সমস্যা নেই।’
এসময় মরগ্যানকে প্রশ্ন করা হয়- ইংল্যান্ড দলের বাকিদেরও কি তিনি আইপিএল খেলার অনুরোধ করবেন? জবাবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘প্রত্যেকের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। বিশ্বকাপের আগে যদি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়, তাহলে আইপিএল খেলতেই পারে। অথবা যদি তারা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে চায়, সেটাও কিন্তু খারাপ নয়। উভয় দিক দিয়েই লাভের সুযোগ আছে। এখন যারা খেলতে চাইবে খেলবে।’ রাজস্থান রয়্যালসের জস বাটলার যদিও সেপ্টেম্বরে আইপিএল খেলতে যেতে চান না। তার স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তিনি স্ত্রীর পাশে থাকবেন। বাটলার বলেছেন, ‘আমার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সেপ্টেম্বরেই দ্বিতীয় সন্তান আমাদের পরিবারে আসবে। এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে চাই। কারণ, সেই সময় আইপিএল খেলতে চলে গেলে আমার মধ্যে বাড়তি চাপ তৈরি হবে। ম্যাচে মনযোগ দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে।’