ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে কাটা পড়েছে ‘অ্যানিমাল’ এর ২৭ মিনিট

  • আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হালের আলোচিত বলিউডি সিনেমা ‘অ্যানিমাল’ বাংলাদেশে মুক্তি আগে আরেক দফা কর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে; সেন্সরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাগৃহে রাণবীর-ববি দেওলের এই সিনেমা দেখানো হচ্ছে সব মিলিয়ে ২৭ মিনিট বাদ দিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো জন্য কাঁটছাটের পর ৩ ঘণ্টা ২৩ মিনিটের এ সিনেমার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫৬ মিনিট। গত ১ ডিসেম্বর মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমাল। আর বাংলাদেশে ‘অ্যানিমাল’ মুক্তি পায় গত ৭ ডিসেম্বর। তার আগে বাংলাদেশে প্রদর্শনের জন্য ছাড়পত্র মেলে ৫ ডিসেম্বর।
ঢাকার সেন্সর বোর্ড জানিয়ে দিয়েছিল, কিছু দৃশ্য ও সংলাপ বাদ দেওয়া না হলে বাংলাদেশে ‘অ্যানিমাল’ মুক্তি দেওয়া সম্ভব হবে না। তাতে নির্মাতারা রাজি হন। সিনেমা থেকে ‘আপত্তিকর’ ২৭ মিনিট বাদ দিয়ে তবেই সিনেমাটি বাংলাদেশে দেখানোর উপযোগী করে তোলা হয়। বাবা-ছেলের গল্প নিয়ে নির্মিত ‘অ্যানিমাল’ অ্যাকশন ছাড়াও আলোচনায় এসেছে রক্তপাত-খুনখারাবি এবং অন্তরঙ্গ দৃশ্যের জন্য। এ সিনেমার গল্প ‘নারী বিদ্বেষ’কে উসকে দিতে পারে বলেও সমালোচনা হচ্ছে। সিনেমায় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানার সঙ্গে জুটি বেঁধেছেন রাণবীর কাপুর। খল চরিত্রে ববি দেওল এবং আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। চিত্র সমালোচকদের ভাষ্য অনুযায়ী রাণবীর তার ক্যারিয়ারের সেরা অভিনয় করলেও এ সিনেমায় ধর্মেন্দ্রপুত্র ববি দেওল ফিরেছেন ‘রাজসিকভাবে’। সিনেমা মুক্তির পর থেকে সোশাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন নব্বই দশকের অভিনেতা ববি। বক্স অফিসে ‘অ্যানিমাল’ ছুটছে দুরন্ত গতিতে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’র মত আরেকটি ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমাল’। ছাড়পত্র মিলেছে, বাংলাদেশে ‘অ্যানিমালের’ মুক্তি বৃহস্পতিবার।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে কাটা পড়েছে ‘অ্যানিমাল’ এর ২৭ মিনিট

আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: হালের আলোচিত বলিউডি সিনেমা ‘অ্যানিমাল’ বাংলাদেশে মুক্তি আগে আরেক দফা কর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে; সেন্সরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাগৃহে রাণবীর-ববি দেওলের এই সিনেমা দেখানো হচ্ছে সব মিলিয়ে ২৭ মিনিট বাদ দিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো জন্য কাঁটছাটের পর ৩ ঘণ্টা ২৩ মিনিটের এ সিনেমার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫৬ মিনিট। গত ১ ডিসেম্বর মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমাল। আর বাংলাদেশে ‘অ্যানিমাল’ মুক্তি পায় গত ৭ ডিসেম্বর। তার আগে বাংলাদেশে প্রদর্শনের জন্য ছাড়পত্র মেলে ৫ ডিসেম্বর।
ঢাকার সেন্সর বোর্ড জানিয়ে দিয়েছিল, কিছু দৃশ্য ও সংলাপ বাদ দেওয়া না হলে বাংলাদেশে ‘অ্যানিমাল’ মুক্তি দেওয়া সম্ভব হবে না। তাতে নির্মাতারা রাজি হন। সিনেমা থেকে ‘আপত্তিকর’ ২৭ মিনিট বাদ দিয়ে তবেই সিনেমাটি বাংলাদেশে দেখানোর উপযোগী করে তোলা হয়। বাবা-ছেলের গল্প নিয়ে নির্মিত ‘অ্যানিমাল’ অ্যাকশন ছাড়াও আলোচনায় এসেছে রক্তপাত-খুনখারাবি এবং অন্তরঙ্গ দৃশ্যের জন্য। এ সিনেমার গল্প ‘নারী বিদ্বেষ’কে উসকে দিতে পারে বলেও সমালোচনা হচ্ছে। সিনেমায় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানার সঙ্গে জুটি বেঁধেছেন রাণবীর কাপুর। খল চরিত্রে ববি দেওল এবং আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। চিত্র সমালোচকদের ভাষ্য অনুযায়ী রাণবীর তার ক্যারিয়ারের সেরা অভিনয় করলেও এ সিনেমায় ধর্মেন্দ্রপুত্র ববি দেওল ফিরেছেন ‘রাজসিকভাবে’। সিনেমা মুক্তির পর থেকে সোশাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন নব্বই দশকের অভিনেতা ববি। বক্স অফিসে ‘অ্যানিমাল’ ছুটছে দুরন্ত গতিতে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’র মত আরেকটি ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমাল’। ছাড়পত্র মিলেছে, বাংলাদেশে ‘অ্যানিমালের’ মুক্তি বৃহস্পতিবার।