ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় হামজা

  • আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী এই ফুটবলারের। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় অফিসিয়াল ফেসবুকে তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজা ফিফার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার থেকে বাংলাদেশের হয়ে খেলার পর গতকাল বাফুফের ফেসবুকে হামজার একটি ভিডিও প্রকাশ করে।
বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে।
এদিকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে হামজা নিজেও অপেক্ষায় আছেন। তিনি ভিডিওবার্তায় বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’
বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর গত অগাস্টের শেষ দিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) থেকে অনাপত্তিপত্র পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর শুধু একটি বাধাই ছিল। গতকাল সে বাধাও দূর হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় হামজা

আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী এই ফুটবলারের। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় অফিসিয়াল ফেসবুকে তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজা ফিফার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার থেকে বাংলাদেশের হয়ে খেলার পর গতকাল বাফুফের ফেসবুকে হামজার একটি ভিডিও প্রকাশ করে।
বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে।
এদিকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে হামজা নিজেও অপেক্ষায় আছেন। তিনি ভিডিওবার্তায় বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’
বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর গত অগাস্টের শেষ দিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) থেকে অনাপত্তিপত্র পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর শুধু একটি বাধাই ছিল। গতকাল সে বাধাও দূর হয়েছে।