ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরে যাওয়ার কথা ছিল অভিমন্যু ইশ্বরনের। তবে সফরের শেষ দিনে দারুণ এক সুখবর পেলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক। টেস্ট দলের অংশ হয়ে তিনি থেকে যাচ্ছেন বাংলাদেশেই। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই ধারাবাহিক পারফর্মার ইশ্বরন। ‘এ’ দলের হয়েও পারফর্ম করেছেন আগে। জায়গা পেয়েছেন টেস্ট দলে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এখনও হয়নি। এবার বাংলাদেশ সফরেও ‘এ’ দলের হয়ে দুই ম্যাচে খেলেছেন ১৪১ ও ১৫৭ রানের ইনিংস। পুরস্কার পেলেন হাতেনাতে।
মূলত রোহিত শর্মার চোট কপাল খুলেছে ডানহাতি এই ওপেনারের। আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনও আসেনি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। মিরপুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া রোহিতকে আগামী বুধবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই ব্যাক-আপ ওপেনার হিসেবে দলভুক্ত করা হচ্ছে ঈশ্বরনকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচে স্বাগতিক ‘এ’ দলকে ইনিংস ও ১২৩ রানে হারায় ঈশ্বরনের দল। সেখান থেকে চট্টগ্রামে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন ২৭ বছর বয়সী এ ওপেনার। প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশে থাকায় কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছেন বাংলার অধিনায়ক। এছাড়া চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলে গিয়েছেন তিনি। তবে মূলত ‘এ’ দলের পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ঢুকছেন তিনি। এর আগে গত বছর ইংল্যান্ড সফরের টেস্ট দলেও ছিলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমের রঞ্জি ট্রফিতে ৯৫.৬৬ গড়ে ৮৬১ রান করে প্রথমবার ‘এ’ দলে সুযোগ পান তিনি। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচে ৪৫.৩৩ গড়ে ১৮ সেঞ্চুরিতে করেছেন ৫ হাজার ৫৭৬ রান। রোহিতের ব্যাপারে ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, এখনও বিসিসিআইয়ের মেডিকেল বিভাগের চূড়ান্ত রিপোর্ট পাননি নির্বাচকরা। তবে তারা আশাবাদী, আগামী ২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেই ম্যাচ ফিট হবেন দলের নিয়মিত অধিনায়ক। রোহিত যদি প্রথম ম্যাচ খেলতে না পারেন, সেক্ষেত্রে লোকেশ রাহুল ও শুবমান গিলকে দেখা যাবে ওপেনিংয়ে।
বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দলে ‘যোগ দিচ্ছেন’ ঈশ্বরন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ