ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বাংলাদেশের পাসপোর্ট থেকে নিষেধাজ্ঞা উঠলো, ইসরায়েলের সন্তোষ প্রকাশ

  • আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়ার ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে ইসরায়েল।
গতকাল রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন। যদিও দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কোনো অগ্রগতি ঘটেনি।
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়াকে ‘অনেকটা বড় খবর’ বলে উল্লেখ করে তিনি লিখেন, বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে স্বাগত জানান।
সূত্র জানায়, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েলসহ বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে। তবে পাসপোর্টে এ সংশোধনী আনা হলেও ইসরায়েলের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশের পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হয়। তবে ইসরায়েল বিষয়ে পাসপোর্টে পরিবর্তন হলেও কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। স্বাধীনতার পর বাংলাদেশকে ইসরায়েল স্বীকৃতি দিলেও তা প্রত্যাখ্যান করেছিল ঢাকা।
পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ইসরায়েলের নাম বাদ, কূটনৈতিক সম্পর্ক হচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ই-পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ সিল বাদ দেওয়া হয়েছে। তবে, বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না। রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদমাধ্যমকে মোবাইলে ফোনে বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ এ সংক্রান্ত পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। আমাদের নতুন পাসপোর্টকে স্ট্যান্ডার্ড করার জন্য শুধু সিলটা বাদ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘একমাত্র বাংলাদেশের পাসপোর্টেই এরকম একটি সিল ছিল। বলা যায়, এ কারণে আমাদের পাসপোর্ট বিশ্বে ইউনিক ছিল। এখন ই-পাসপোর্ট পদ্ধতিতে শুধু এ পরিবর্তনটি আনা হয়েছে। এর অর্থ এই নয় যে, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে বা পরিবর্তন হতে যাচ্ছে। আমরা আগে যে অবস্থানে ছিলাম, সে অবস্থানেই আছি।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের পাসপোর্ট থেকে নিষেধাজ্ঞা উঠলো, ইসরায়েলের সন্তোষ প্রকাশ

আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়ার ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে ইসরায়েল।
গতকাল রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন। যদিও দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কোনো অগ্রগতি ঘটেনি।
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়াকে ‘অনেকটা বড় খবর’ বলে উল্লেখ করে তিনি লিখেন, বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে স্বাগত জানান।
সূত্র জানায়, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েলসহ বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে। তবে পাসপোর্টে এ সংশোধনী আনা হলেও ইসরায়েলের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশের পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হয়। তবে ইসরায়েল বিষয়ে পাসপোর্টে পরিবর্তন হলেও কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। স্বাধীনতার পর বাংলাদেশকে ইসরায়েল স্বীকৃতি দিলেও তা প্রত্যাখ্যান করেছিল ঢাকা।
পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ইসরায়েলের নাম বাদ, কূটনৈতিক সম্পর্ক হচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ই-পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ সিল বাদ দেওয়া হয়েছে। তবে, বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না। রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদমাধ্যমকে মোবাইলে ফোনে বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ এ সংক্রান্ত পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। আমাদের নতুন পাসপোর্টকে স্ট্যান্ডার্ড করার জন্য শুধু সিলটা বাদ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘একমাত্র বাংলাদেশের পাসপোর্টেই এরকম একটি সিল ছিল। বলা যায়, এ কারণে আমাদের পাসপোর্ট বিশ্বে ইউনিক ছিল। এখন ই-পাসপোর্ট পদ্ধতিতে শুধু এ পরিবর্তনটি আনা হয়েছে। এর অর্থ এই নয় যে, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে বা পরিবর্তন হতে যাচ্ছে। আমরা আগে যে অবস্থানে ছিলাম, সে অবস্থানেই আছি।’