ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান নামবেন: ফখরুল

  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের পতাকা নিয়ে’ ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে নামবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের সময় তারেক রহমানের সঙ্গে পরিচিত হওয়ার সময় চীনের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য তুলে ধরে সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, “আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। সঙ্গে আমাদের নেতা (তারেক রহমান) ছিলেন। যখন গ্রেট হলে ম্যাডামকে গার্ড দেওয়া হচ্ছে, যখন পরিচয়ের পর্ব এসেছে, যখন আমাদের নেত্রী চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার পাশে একজন নেতার পরে জনাব তারেক রহমান সাহেব ছিলেন।

“যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে বললেন, হি ইজ মাই সান…আমার ছেলে। তখন আমার এখনো মনে আছে, চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে দুই হাত ধরে বললেন, ক্যারি দ্যা ফ্ল্যাগ অব ইওর ফাদার অ্যান্ড মাদার… তোমার পিতা আর মাতার পতাকা উড্ডীন করে চলো।”

ফখরুল বলেন, “সেই যে জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে তারেক রহমান সাহেব ২৫ তারিখে বাংলাদেশে আসছেন। আমরা সবাই সেদিন জেগে উঠব। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই উঠব।”

বিজয় দিবসের আগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

আলোচনা সভার শুরুতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনজাত করা হয়।

ওআ/আপ্র/১৫/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান নামবেন: ফখরুল

আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের পতাকা নিয়ে’ ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে নামবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের সময় তারেক রহমানের সঙ্গে পরিচিত হওয়ার সময় চীনের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য তুলে ধরে সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, “আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। সঙ্গে আমাদের নেতা (তারেক রহমান) ছিলেন। যখন গ্রেট হলে ম্যাডামকে গার্ড দেওয়া হচ্ছে, যখন পরিচয়ের পর্ব এসেছে, যখন আমাদের নেত্রী চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার পাশে একজন নেতার পরে জনাব তারেক রহমান সাহেব ছিলেন।

“যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে বললেন, হি ইজ মাই সান…আমার ছেলে। তখন আমার এখনো মনে আছে, চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে দুই হাত ধরে বললেন, ক্যারি দ্যা ফ্ল্যাগ অব ইওর ফাদার অ্যান্ড মাদার… তোমার পিতা আর মাতার পতাকা উড্ডীন করে চলো।”

ফখরুল বলেন, “সেই যে জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে তারেক রহমান সাহেব ২৫ তারিখে বাংলাদেশে আসছেন। আমরা সবাই সেদিন জেগে উঠব। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই উঠব।”

বিজয় দিবসের আগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

আলোচনা সভার শুরুতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনজাত করা হয়।

ওআ/আপ্র/১৫/১২/২০২৫