প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশের ভেতরে এবং বাইরে একটি দুষ্ট চক্র দেশের কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ‘যুক্তরাষ্ট্রে জোরালোভাবে তদবির করছে’। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস গত সোমবার (৩১ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কংগ্রেসম্যান মিকস বলেছেন, তাদের কথা অনুযায়ী আমরা কাজ করবো না। সবকিছু খুঁটিয়ে দেখার পরে আমরা সঠিক পদক্ষেপ নেবো।’ মানবাধিকার পরিস্থিতি দেখার জন্য গ্রেগরি এ বছর বাংলাদেশ সফর করতে চান উল্লেখ করে বিবৃতি তার বরাত দিয়ে বলা হয়, ‘এর আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেস কমিটি অন এশিয়া-প্যাসিফিকের সঙ্গে কথা বলবো। যদি প্রয়োজন হয় তবে কংগ্রেসে বাংলাদেশ ইস্যু নিয়ে একটি শুনানির আয়োজন করা যেতে পারে।’
বাংলাদেশের ওপর কোনও অবরোধ দেওয়া হচ্ছে না জানিয়ে ডেমোক্র্যাট দলের এই কংগ্রেসম্যান বলেন, ‘কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, প্রখ্যাত আইনজীবী গ্রেগরি ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সদস্য।
বাংলাদেশের দুষ্ট চক্র নিষেধাজ্ঞার জন্য যুক্তরাষ্ট্রে জোরালো তদবির করছে : কংগ্রেসম্যান মিকস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ