ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ শুরু করেছে ইইউ

  • আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন আরও দুই বছর পর। ইতোমধ্যে এই প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তবে নির্বাচনে হস্তক্ষেপের আগ্রহ নেই এই জোটের। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি এসব তথ্য জানিয়েছেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন একটি ঘটনা নয়, বরং এটি একটি প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য নয়, বরং দেশটির বিষয়ে আমাদের প্রচুর আগ্রহ রয়েছে বলেই আমরা এটি পর্যবেক্ষণ করছি।’
বাংলাদেশকে এ অঞ্চলের একটি অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত করেন চার্লস হুইটলি। তিনি মনে করেন, দুই বছরের মধ্যে নির্বাচনে মানুষের আগ্রহ বেড়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ব্রাসেলস সফরে ডিজিটাল নিরাপত্তা আইন এবং এর কয়েকটি মামলা নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়। তবে আমরা প্রকাশ্য কিছু বলে থাকি।’ চার্লস হুইটলি উল্লেখ করেন, মানবাধিকার ও গণতন্ত্র হলো বাংলাদেশ এবং ইইউ’র মধ্যকার সম্পর্কের অন্যতম ভিত্তি। এ নিয়ে উভয়ের মধ্যে সবসময় আলোচনা হয়ে থাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ শুরু করেছে ইইউ

আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন আরও দুই বছর পর। ইতোমধ্যে এই প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তবে নির্বাচনে হস্তক্ষেপের আগ্রহ নেই এই জোটের। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি এসব তথ্য জানিয়েছেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন একটি ঘটনা নয়, বরং এটি একটি প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য নয়, বরং দেশটির বিষয়ে আমাদের প্রচুর আগ্রহ রয়েছে বলেই আমরা এটি পর্যবেক্ষণ করছি।’
বাংলাদেশকে এ অঞ্চলের একটি অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত করেন চার্লস হুইটলি। তিনি মনে করেন, দুই বছরের মধ্যে নির্বাচনে মানুষের আগ্রহ বেড়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ব্রাসেলস সফরে ডিজিটাল নিরাপত্তা আইন এবং এর কয়েকটি মামলা নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়। তবে আমরা প্রকাশ্য কিছু বলে থাকি।’ চার্লস হুইটলি উল্লেখ করেন, মানবাধিকার ও গণতন্ত্র হলো বাংলাদেশ এবং ইইউ’র মধ্যকার সম্পর্কের অন্যতম ভিত্তি। এ নিয়ে উভয়ের মধ্যে সবসময় আলোচনা হয়ে থাকে।