ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি ছবি টাইম ম্যাগাজিনের বিশ্বসেরা তালিকায়

  • আপডেট সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদ। গত ৫ আগস্ট পট পরিবর্তনের সময়কার একটি ছবি তুলেছিলেন তিনি। যেটিতে দেখা যায় পতিত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন। বহু মানুষ ওই কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয়োল্লাস করছেন। আসাদের এই ছবিটি নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে। আসাদের ছবিটি টাইমের তালিকার ৭২ তম স্থানে রয়েছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অনুভূতি ব্যক্ত করেন কে এম আসাদ। তিনি লেখেন, ২০২৪ সালের টাইম-এর শীর্ষ ১০০ ছবির তালিকায় আমার ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে, এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে আমার কাজ স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়। প্রসঙ্গত, প্রতি বছর টাইমের ফটো বিভাগ শীর্ষ ছবির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবারের ১০০ ছবির তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ডের ফটোগ্রাফার মারকো ডি মারকোর তোলা একটি অগ্নুৎপাতের ছবি। তালিকায় স্থান পেয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ছবি। আছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ছবিও।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশি ছবি টাইম ম্যাগাজিনের বিশ্বসেরা তালিকায়

আপডেট সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদ। গত ৫ আগস্ট পট পরিবর্তনের সময়কার একটি ছবি তুলেছিলেন তিনি। যেটিতে দেখা যায় পতিত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন। বহু মানুষ ওই কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয়োল্লাস করছেন। আসাদের এই ছবিটি নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে। আসাদের ছবিটি টাইমের তালিকার ৭২ তম স্থানে রয়েছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অনুভূতি ব্যক্ত করেন কে এম আসাদ। তিনি লেখেন, ২০২৪ সালের টাইম-এর শীর্ষ ১০০ ছবির তালিকায় আমার ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে, এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে আমার কাজ স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়। প্রসঙ্গত, প্রতি বছর টাইমের ফটো বিভাগ শীর্ষ ছবির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবারের ১০০ ছবির তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ডের ফটোগ্রাফার মারকো ডি মারকোর তোলা একটি অগ্নুৎপাতের ছবি। তালিকায় স্থান পেয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ছবি। আছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ছবিও।