বিনোদন ডেস্ক : তাসনিয়া ফারিণ। সম্প্রতি টলিউডের একটি ছবির কাজ শেষ করে এসেছেন তিনি। সৈয়দ শাওকী’র পরিচালনায় ‘কারাগার’ এর প্রথম পর্বে তার দারুণ সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এরপর রায়হান রাফীর ‘নিঃশ্বাস’ চলচ্চিত্র দিয়ে সকলের প্রতি মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। বিশ্ব বাজারে বড় বড় প্লাটফর্মে কাজ করতে চান তাসনিয়া ফারিণ। ফারিণ কনটেন্ট নিয়ে বলেন, বাংলাদেশের একাধিক কন্টেন্ট এখন বিশ্বমানের। শুধু লোকাল প্লাটফর্ম নয়, বরং বিশ্বমানের সবকটি ওটিটিতে বাংলাদেশি কন্টেন্ট রাজত্ব করবে। খুব শিগগিরই আমরা তা দেখতে পাব। নতুন বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ফারিণ।