সাতক্ষীরা প্রতিনিধি :ভারতে অবৈধভাবে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবির সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার (১২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কলারোয়া উপজেলার খোরদো গ্রামের আজিজুল ইসলাম গাজী (৪৫) ও একই গ্রামের শাহানারা খাতুন (৪২)। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, ভারতীয় নকল আধার কার্ড ও নকল জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। কালিয়নী বিওপির সীমানা পিলার ৭/৬৬ এস হতে ৩০০ গজ অভ্যন্তরে তাদের আটক করা হয়।
জনপ্রিয় সংবাদ