ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশিদের জন্য স্কলারশিপ সংখ্যা বাড়ালো হাঙ্গেরি

  • আপডেট সময় : ১০:৫০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : আগামী বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পিটার সিজার্তো। বৈঠকে মোমেন বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য হাঙ্গেরিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বরাদ্দ বৃত্তির সংখ্যা বাড়ানোরও অনুরোধ করেন। জবাবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বৃত্তি বাড়ানোর ব্যাপারে আব্দুল মোমেনকে আশ্বস্ত করেন। তিনি বলেন, হাঙ্গেরি সরকার আগামী বছর বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে দেবে।
অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন এর আগে জানিয়েছিল, এ বছরের জুলাইয়ে বাংলাদেশ ও হাঙ্গেরি একটি সমঝোতা স্মারক সই করেছে। ফলে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ থেকে বছরে ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
২০১৭ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী, ৩ বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গাজা থেকে সেনা প্রত্যাহার-বোমা হামলা বন্ধে রাজি ইসরায়েল

বাংলাদেশিদের জন্য স্কলারশিপ সংখ্যা বাড়ালো হাঙ্গেরি

আপডেট সময় : ১০:৫০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : আগামী বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পিটার সিজার্তো। বৈঠকে মোমেন বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য হাঙ্গেরিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বরাদ্দ বৃত্তির সংখ্যা বাড়ানোরও অনুরোধ করেন। জবাবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বৃত্তি বাড়ানোর ব্যাপারে আব্দুল মোমেনকে আশ্বস্ত করেন। তিনি বলেন, হাঙ্গেরি সরকার আগামী বছর বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে দেবে।
অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন এর আগে জানিয়েছিল, এ বছরের জুলাইয়ে বাংলাদেশ ও হাঙ্গেরি একটি সমঝোতা স্মারক সই করেছে। ফলে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ থেকে বছরে ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
২০১৭ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী, ৩ বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।