প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকরা বুধবার থেকে আরব আমিরাতে ঢুকতে পারবেন না।
গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভ্রমণ নিষেধাজ্ঞার এই ঘোষণা দিয়েছে। তবে সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি। এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হল। রয়টার্স লিখেছে, কোভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলেছে আরব আমিরাতের জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এসব দেশ থেকে কেউ আরব আমিরাতে ঢুকতে না পারলেও চার দেশের সঙ্গে ফ্লাইট চালু থাকবে বলে সংস্থাটি জানিয়েছে। এই সময়ে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে কেউ এসব দেশে আসতে পারবেন। মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হলে এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।
বাংলাদেশসহ ৪ দেশ থেকে ভ্রমণে আরব আমিরাতের নিষেধাজ্ঞা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ