প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ, ভিয়েতনাম, রোমানিয়াসহ কয়েকটি দেশের ভ্যাকসিনবিরোধী ট্রাকার প্রটেস্ট গ্রুপ বাতিল করেছে ফেসবুক। আমেরিকার ভ্যাকসিনবিরোধী গ্রুপ ফ্রিডম কনভয় কানাডাসহ বিভিন্ন দেশে যে বিঘœ সৃষ্টি করছে, তারই ধারাবাহিতকায় কিছু বিদেশি গ্রুপ ব্যবসায়িক স্বার্থে এমন কিছু কর্মকা- চালিয়ে যাচ্ছিল। সেসব পেজগুকেই বাতিল করেছে ফেসবুক।
ফেসবুক জানায়, অনেক গ্রুপই সম্প্রতি তাদের নাম বদলে ট্রাকার, ফ্রিডম এবং কনভয় ইত্যাদি নাম নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। এরকম অনেক পেজই ট্রাম্পপন্থী এবং ভ্যাকসিনবিরোধী পণ্য বিক্রি করছিল বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট।
মেটার এক মুখপাত্র জানান, যারা ধারাবাহিকভাবে আমাদের বিধিনিষেধ লঙ্ঘন করছে, সেসব অ্যাকাউন্ট আমরা রিমুভ করে দিচ্ছি। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দেশের স্প্যামাররা যেসব পেজ চালিয়ে আসছে সেগুলোও ধরে ধরে সরিয়ে দিচ্ছি। এনগেজেট জানায়, ভ্যাকসিনবিরোধী গ্রুপটি পুরো আমেরিকায় আন্দোলন ছড়ানোর পরিকল্পনা করেছিল। তারা এই আন্দোলনে ফেসবুক, টেলিগ্রাম ও জেলো নামের ভয়েস চ্যাট অ্যাপ ব্যবহার করে আসছিল। এসব ব্যবহার করে তারা তাদের সদস্যদের জানায়, আগামী ৫ মার্চ ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলসে জড়ো হতে।