ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশসহ আট দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি

  • আপডেট সময় : ০১:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের আটটি দেশ থেকে শিগগির গৃহকর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির অর্থনীতি বিষয়ক সংবাদপত্র আল ইকতিসাদিয়াহর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, সম্প্রতি সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামাদ জানিয়েছেন, শিগগির গৃহকর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বর্তমানে সৌদি আরবে যেসব দেশ থেকে গৃহকর্মী পাঠানোর অনুমতি রয়েছে সেগুলো হলো- ফিলিপাইন, নাইজেরিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, ক্যাম্বোডিয়া, মালি এবং কেনিয়া।

দেশটির একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায়, সৌদি সরকার বিভিন্ন দেশের নাগরিকদের তাদের দেশে কাজের সুযোগ দিতে যাচ্ছে। কারণ বর্তমানে কয়েকটি দেশ থেকে শুধু গৃহকর্মী নেওয়া হয়। ফলে ভবিষ্যতে গৃহকর্মীকে কেন্দ্র করে একচেটিয়া বাজার গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই বহুজাতির গৃহকর্মীর সংমিশ্রণ ঘটাতে চায় দেশটির সরকার। বর্তমানে দেশটিতে মোট ১২১৫টি রিক্রুট অফিস ও ৪৩টি রিক্রুটমেন্ট কোম্পানি রয়েছে। সৌদিতে গৃহকর্মীরা সাধারণত নয় ধরনের কাজ করে। যেমন- বাড়ির তত্ত্বাবধায়ক, গাড়ির চালক, ঘরবাড়ি পরিষ্কার, রান্না করা প্রভৃতি।
সম্প্রতি, সৌদি শ্রম কর্তৃপক্ষ দেশটিতে শ্রমবাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে। এজন্য সরকার নতুন ‘লেবার প্রোগ্রাম’ উদ্বোধন করেছে। এই কর্মসূচির আওতায় দেশটিতে কর্মীদের অধিকার এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগ প্রক্রিয়া এবং মালিক ও শ্রমিকের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হবে।
২০২১ সালের শেষে সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, দেশটিতে প্রায় ২০ লাখ গাড়ির চালক রয়েছে। যারা মোট শ্রমিকদের অর্ধেক। বর্তমানে প্রায় ৪০ লাখ শ্রমিক সৌদিতে বিভিন্ন কাজ করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, যারা পাবেন

বাংলাদেশসহ আট দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি

আপডেট সময় : ০১:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের আটটি দেশ থেকে শিগগির গৃহকর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির অর্থনীতি বিষয়ক সংবাদপত্র আল ইকতিসাদিয়াহর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, সম্প্রতি সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামাদ জানিয়েছেন, শিগগির গৃহকর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বর্তমানে সৌদি আরবে যেসব দেশ থেকে গৃহকর্মী পাঠানোর অনুমতি রয়েছে সেগুলো হলো- ফিলিপাইন, নাইজেরিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, ক্যাম্বোডিয়া, মালি এবং কেনিয়া।

দেশটির একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায়, সৌদি সরকার বিভিন্ন দেশের নাগরিকদের তাদের দেশে কাজের সুযোগ দিতে যাচ্ছে। কারণ বর্তমানে কয়েকটি দেশ থেকে শুধু গৃহকর্মী নেওয়া হয়। ফলে ভবিষ্যতে গৃহকর্মীকে কেন্দ্র করে একচেটিয়া বাজার গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই বহুজাতির গৃহকর্মীর সংমিশ্রণ ঘটাতে চায় দেশটির সরকার। বর্তমানে দেশটিতে মোট ১২১৫টি রিক্রুট অফিস ও ৪৩টি রিক্রুটমেন্ট কোম্পানি রয়েছে। সৌদিতে গৃহকর্মীরা সাধারণত নয় ধরনের কাজ করে। যেমন- বাড়ির তত্ত্বাবধায়ক, গাড়ির চালক, ঘরবাড়ি পরিষ্কার, রান্না করা প্রভৃতি।
সম্প্রতি, সৌদি শ্রম কর্তৃপক্ষ দেশটিতে শ্রমবাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে। এজন্য সরকার নতুন ‘লেবার প্রোগ্রাম’ উদ্বোধন করেছে। এই কর্মসূচির আওতায় দেশটিতে কর্মীদের অধিকার এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগ প্রক্রিয়া এবং মালিক ও শ্রমিকের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হবে।
২০২১ সালের শেষে সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, দেশটিতে প্রায় ২০ লাখ গাড়ির চালক রয়েছে। যারা মোট শ্রমিকদের অর্ধেক। বর্তমানে প্রায় ৪০ লাখ শ্রমিক সৌদিতে বিভিন্ন কাজ করে।