ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় সরকার

  • আপডেট সময় : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, চায়না সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। এটা একটা মাইলফলক ভিজিট হবে। ২৮ তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। এটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাস থাকবে, চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।

তিনি আরো বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, সেটা নেওয়া হচ্ছে। এখানে প্রাইভেট সেক্টরে ইনভেস্টররা এসে যাতে কোনো ধরনের সমস্যার না পড়ে, সবাইকে যেন ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, সেজন্য কাজ করা হচ্ছে। এছাড়া অন্যান্য যে সার্ভিস থাকে, এনবিআর হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, সবগুলো পলিসি একই সঙ্গে যাতে করা যেতে পারে। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রচুর চাকরি তৈরি করা। বাংলাদেশের ইকোনমি গ্রোথকে নতুন স্কেলে নেওয়া যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, পুরো ভিজিটে একটা ফোকাস থাকবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ: আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেছেন, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

এর আগে ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু হবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চায় সরকার

আপডেট সময় : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, চায়না সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। এটা একটা মাইলফলক ভিজিট হবে। ২৮ তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। এটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফোকাস থাকবে, চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।

তিনি আরো বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, সেটা নেওয়া হচ্ছে। এখানে প্রাইভেট সেক্টরে ইনভেস্টররা এসে যাতে কোনো ধরনের সমস্যার না পড়ে, সবাইকে যেন ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, সেজন্য কাজ করা হচ্ছে। এছাড়া অন্যান্য যে সার্ভিস থাকে, এনবিআর হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, সবগুলো পলিসি একই সঙ্গে যাতে করা যেতে পারে। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রচুর চাকরি তৈরি করা। বাংলাদেশের ইকোনমি গ্রোথকে নতুন স্কেলে নেওয়া যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, পুরো ভিজিটে একটা ফোকাস থাকবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ: আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেছেন, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

এর আগে ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু হবে।