ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশকে মাদক শনাক্তকরণ কিটস্ দিল জাপান

  • আপডেট সময় : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়াল জাপান। বাংলাদেশকে মাদক (মাদকদ্রব্য ও প্রিকারসর কেমিক্যালস্) শনাক্তকরণ কিটস্ দিয়েছে দেশটি। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের মাধ্যমে (ইউএনওডিসি) এসব কিটস্ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালক আবদুল ওয়াহাব ভূঞার কাছে এসব কিটস্ হস্তান্তর করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক আজিজুল ইসলাম, পরিচালকরাসহ অধিদপ্তরের কর্মকর্তারা ও জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের ইউএনওডিসি প্রতিনিধি জুসুয়া আর্টিটি গনজালেস্। এসময় বাংলাদেশে মাদকদ্রব্যর চোরাচালান, অপব্যবহার ও মাদকাসক্ত মোকাবিলায় অধিদপ্তরের চলমান ও ভবিষ্যতে সম্ভাব্য করণীয়, পরিকল্পনা সম্পর্কে জাপান রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে আগেও সহায়তা দিয়েছে সূর্যদয়ের দেশ জাপান। এর মধ্যে রয়েছে নৌপথে মাদকপাচার নিয়ন্ত্রণে ২টি স্পিডবোট। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান এবং এ সম্পর্ক উত্তরোত্তর উন্নয়ন ঘটেছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জাপান সরকরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে মাদক শনাক্তকরণ কিটস্ দিল জাপান

আপডেট সময় : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়াল জাপান। বাংলাদেশকে মাদক (মাদকদ্রব্য ও প্রিকারসর কেমিক্যালস্) শনাক্তকরণ কিটস্ দিয়েছে দেশটি। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের মাধ্যমে (ইউএনওডিসি) এসব কিটস্ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালক আবদুল ওয়াহাব ভূঞার কাছে এসব কিটস্ হস্তান্তর করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক আজিজুল ইসলাম, পরিচালকরাসহ অধিদপ্তরের কর্মকর্তারা ও জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের ইউএনওডিসি প্রতিনিধি জুসুয়া আর্টিটি গনজালেস্। এসময় বাংলাদেশে মাদকদ্রব্যর চোরাচালান, অপব্যবহার ও মাদকাসক্ত মোকাবিলায় অধিদপ্তরের চলমান ও ভবিষ্যতে সম্ভাব্য করণীয়, পরিকল্পনা সম্পর্কে জাপান রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে আগেও সহায়তা দিয়েছে সূর্যদয়ের দেশ জাপান। এর মধ্যে রয়েছে নৌপথে মাদকপাচার নিয়ন্ত্রণে ২টি স্পিডবোট। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান এবং এ সম্পর্ক উত্তরোত্তর উন্নয়ন ঘটেছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জাপান সরকরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।