ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

  • আপডেট সময় : ০৭:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল সফররত আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভার থেকে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৮১। ফলে জিততে হলে বাংলাদেশ করতে হবে ১৮২।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটে করতে পাঠায় স্বাগতিক বাংলাদেশ।

আগে ব্যাট করার সুযোগ পেয়ে ভালো সূচনা করে আয়ারল্যান্ড। তাদের উদ্বোধনী জুটি দলীয় অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর মাত্র ৪ ওভারে ৪০ রাত তুলে ফেলে।

সে সময়ই আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। অয়ংকর হয়ে ওঠা স্টার্লিংকে ব্যক্তিগত ২১ রানে ফিরিয়ে দেন তিনি।

এরপরও স্বাচ্ছন্দেই ব্যাট চালাতে থাকেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে তারা ১৮১ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন হ্যারি টেক্টর। ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। যার মধ্যে পাঁচটিই বিশাল ছক্কার মার। অন্যদিকে চার মেরেছেন মাত্র একটি।

এছাড়া আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে ওপেনার টিম টেক্টর ৩২, লরকান টাকার ১৮, কার্টিস ক্যাম্ফার ২৪ এবং জর্জ ডাকরেল অপরাজিত ১২ রান করেছেন।

অন্যদিকে বাংলাদেশি বোলারদের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়া আরেক পেসার শরিফুল ইসলাম ও স্পিনার রিশাদ হোসাইন নিয়েছেন একটি করে উইকেট।

সর্বশেষ একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তিন ম্যাচের এই সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ। সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ডের একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।

ওআ/আপ্র/২৭/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

আপডেট সময় : ০৭:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল সফররত আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভার থেকে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৮১। ফলে জিততে হলে বাংলাদেশ করতে হবে ১৮২।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটে করতে পাঠায় স্বাগতিক বাংলাদেশ।

আগে ব্যাট করার সুযোগ পেয়ে ভালো সূচনা করে আয়ারল্যান্ড। তাদের উদ্বোধনী জুটি দলীয় অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর মাত্র ৪ ওভারে ৪০ রাত তুলে ফেলে।

সে সময়ই আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। অয়ংকর হয়ে ওঠা স্টার্লিংকে ব্যক্তিগত ২১ রানে ফিরিয়ে দেন তিনি।

এরপরও স্বাচ্ছন্দেই ব্যাট চালাতে থাকেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে তারা ১৮১ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন হ্যারি টেক্টর। ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। যার মধ্যে পাঁচটিই বিশাল ছক্কার মার। অন্যদিকে চার মেরেছেন মাত্র একটি।

এছাড়া আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে ওপেনার টিম টেক্টর ৩২, লরকান টাকার ১৮, কার্টিস ক্যাম্ফার ২৪ এবং জর্জ ডাকরেল অপরাজিত ১২ রান করেছেন।

অন্যদিকে বাংলাদেশি বোলারদের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়া আরেক পেসার শরিফুল ইসলাম ও স্পিনার রিশাদ হোসাইন নিয়েছেন একটি করে উইকেট।

সর্বশেষ একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তিন ম্যাচের এই সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ। সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ডের একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।

ওআ/আপ্র/২৭/১১/২০২৫