ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে এপ্রিলে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে একাই ধরাশায়ী করা কেশব মহারাজ আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সোমবার (০৯ মে) আইসিসি তাকে এপ্রিলের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে। সেরা নারী খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মহারাজ ৩২ রান দিয়ে নেন ৭টি উইকেট। বাংলাদেশ ৫৩ রানে অলআউট হওয়ার লজ্জায় ডোবে। হার মানে ২২০ রানে। পরের ম্যাচে প্রথম ইনিংসে নেন ২ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ৪০ রান দিয়ে নেন ৭টি উইকেট। শুধু কি তাই? প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের মধ্যে সর্বোচ্চ ৮৪ রান করেন তিনি। দুই ম্যাচেই ম্যাচসেরা হন মহারাজ। আর দুই ম্যাচে বল হাতে মোট ১৬ উইকেট ও ব্যাট হাতে মোট ১০৮ রান করে সিরিজ সেরাও হন তিনি। তাতে আইসিসির এপ্রিল সেরা হওয়ার দৌড়েও বেশ এগিয়ে ছিলেন তিনি। মাস সেরা খেলোয়াড় হওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন ভোটিং প্যানেল সদস্য জেপি ডুমিনিসহ অন্যান্যরা।