ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস সৌদি আরবের

  • আপডেট সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : জ্বালানি সহযোগিতা বাড়াতে সৌদি আরব ও বাংলাদেশের টাস্কফোর্স গঠনে সম্মত হওয়ার কথা জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। রিয়াদে রোববার ও সোমবার দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) ১৪তম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইআরডি জানিয়েছে, বৈঠকে জরুরি ভিত্তিতে বাণিজ্যিক এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট প্রকল্পে বিনিয়োগের জন্য অনুরোধ জানায় বাংলাদেশ। তার পরিপ্রেক্ষিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব। বৈঠকে সৌদি অ্যাকোয়া পাওয়ারের ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৭৩০ মেগাওয়াট গ্যাসবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং সৌদি পক্ষের নেতৃত্ব দেন মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবু থুনায়েন।
বৈঠকে দুই দেশের মেরিটাইম পেশাজীবী নিয়োগ, প্রশিক্ষণসহ সম্ভাব্য সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ বিজনেস কাউন্সিল গঠনের লক্ষ্যে এফবিসিসিআই এবং ফেডারেশন অব সৌদি চেম্বারস অ্যান্ড কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সৌদি আরবের স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে পেশাদারদের নিয়োগের জন্য একটি ‘নির্বাহী কর্মসূচি’ বাস্তবায়নের জন্য ত্বরান্বিত চুক্তি স্বাক্ষরের জন্য মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস সৌদি আরবের

আপডেট সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : জ্বালানি সহযোগিতা বাড়াতে সৌদি আরব ও বাংলাদেশের টাস্কফোর্স গঠনে সম্মত হওয়ার কথা জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। রিয়াদে রোববার ও সোমবার দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) ১৪তম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইআরডি জানিয়েছে, বৈঠকে জরুরি ভিত্তিতে বাণিজ্যিক এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট প্রকল্পে বিনিয়োগের জন্য অনুরোধ জানায় বাংলাদেশ। তার পরিপ্রেক্ষিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব। বৈঠকে সৌদি অ্যাকোয়া পাওয়ারের ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৭৩০ মেগাওয়াট গ্যাসবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং সৌদি পক্ষের নেতৃত্ব দেন মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবু থুনায়েন।
বৈঠকে দুই দেশের মেরিটাইম পেশাজীবী নিয়োগ, প্রশিক্ষণসহ সম্ভাব্য সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আর বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ বিজনেস কাউন্সিল গঠনের লক্ষ্যে এফবিসিসিআই এবং ফেডারেশন অব সৌদি চেম্বারস অ্যান্ড কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সৌদি আরবের স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে পেশাদারদের নিয়োগের জন্য একটি ‘নির্বাহী কর্মসূচি’ বাস্তবায়নের জন্য ত্বরান্বিত চুক্তি স্বাক্ষরের জন্য মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।