ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে হতাহতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক

  • আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত সাত শ্রমিকের পরিবারকে ২ লাখ ও আহত ২২ শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর (চট্টগ্রাম-১৬) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এসআলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি-পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে হতাহতদের পরিবার পেল ক্ষতিপূরণের চেক

আপডেট সময় : ১২:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত সাত শ্রমিকের পরিবারকে ২ লাখ ও আহত ২২ শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর (চট্টগ্রাম-১৬) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এসআলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি-পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন।