ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বহদ্দারহাটে তুমুল সংঘর্ষ, পুলিশসহ আহত ৩

  • আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

নগরের বহদ্দারহাটে অবস্থান নেওয়া আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে বহদ্দারহাট মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিলে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইসমাইল হোসেন (৩১) এবং মোহাম্মদ ইলিয়াছ (২০) নামে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইসমাইল শিক্ষার্থী এবং ইলিয়াছ শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও এক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। বর্তমানে পুলিশ এবং শিক্ষার্থীরা বহদ্দারহাটের আরকান সড়কের পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান করছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বহদ্দারহাটে তুমুল সংঘর্ষ, পুলিশসহ আহত ৩

আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

নগরের বহদ্দারহাটে অবস্থান নেওয়া আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে বহদ্দারহাট মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিলে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইসমাইল হোসেন (৩১) এবং মোহাম্মদ ইলিয়াছ (২০) নামে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইসমাইল শিক্ষার্থী এবং ইলিয়াছ শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও এক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। বর্তমানে পুলিশ এবং শিক্ষার্থীরা বহদ্দারহাটের আরকান সড়কের পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান করছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।