ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নাম পরিবর্তন

  • আপডেট সময় : ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটিস ‘বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স’এবার পরিচিত হবে নতুন নামে। বসুন্ধরা আবাসিকে গড়ে ওঠা এই কমপ্লেক্সের পরিবর্তিত নাম ‘বসন্ধুরা স্পোর্টস সিটি’। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ৫৫ বিঘা জমি নিয়ে ২০১৯ সালে স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় ৩০০ বিঘায়। সবকিছু মিলে যার নির্মাণ ব্যয় ১৫ হাজার কোটি টাকা।

‘বসন্ধুরা স্পোর্টস সিটি’তে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। ফুটবল, ক্রিকেট, হকি স্টেডিয়ামসহ গলফ ক্লাব, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, স্কোয়াশ, আর্চারি এবং শুটিংয়ের সব ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন এই কমপ্লেক্সে রয়েছে ৫০ মিটার ও ২৫ মিটার লেনের সুইমিং পুল। সঙ্গে এন্টারটেইনমেন্টের জন্য থাকছে ওয়ার্টার পার্ক, কিডস জোন, গ্রিন পার্কের ব্যবস্থা। ইতিমধ্যে ১২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল খেলা চালু হয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা অন্যান্য ক্রীড়ার স্টেডিয়াম বা কোর্টগুলো চালু হবে খুব শিগগিরই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নাম পরিবর্তন

আপডেট সময় : ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটিস ‘বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স’এবার পরিচিত হবে নতুন নামে। বসুন্ধরা আবাসিকে গড়ে ওঠা এই কমপ্লেক্সের পরিবর্তিত নাম ‘বসন্ধুরা স্পোর্টস সিটি’। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ৫৫ বিঘা জমি নিয়ে ২০১৯ সালে স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় ৩০০ বিঘায়। সবকিছু মিলে যার নির্মাণ ব্যয় ১৫ হাজার কোটি টাকা।

‘বসন্ধুরা স্পোর্টস সিটি’তে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। ফুটবল, ক্রিকেট, হকি স্টেডিয়ামসহ গলফ ক্লাব, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, স্কোয়াশ, আর্চারি এবং শুটিংয়ের সব ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন এই কমপ্লেক্সে রয়েছে ৫০ মিটার ও ২৫ মিটার লেনের সুইমিং পুল। সঙ্গে এন্টারটেইনমেন্টের জন্য থাকছে ওয়ার্টার পার্ক, কিডস জোন, গ্রিন পার্কের ব্যবস্থা। ইতিমধ্যে ১২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল খেলা চালু হয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা অন্যান্য ক্রীড়ার স্টেডিয়াম বা কোর্টগুলো চালু হবে খুব শিগগিরই।