নিজস্ব প্রতিবেদক : ভোক্তা সাধারণকে আধুনিক সেবা দেওয়ার ব্রত নিয়ে কাজ করে যাওয়া বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে এই প্রথম নিয়ে এলো সহজে বহনযোগ্য হাতলযুক্ত বসুন্ধরা আটা-ময়দার ১০ কেজি ‘ইজি ক্যারি’ প্যাকেট। গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরার হেডকোয়ার্টার-২ এ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন এ পণ্যটির উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সব শ্রেণীর মানুষের কাছে বসুন্ধরা আটা এবং ময়দাকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করতে আমরা ১০ কেজি ইজি কেরিয়ার প্যাক নিয়ে এসেছি। আশা করছি, এই প্যাকেটের মাধ্যমে বসুন্ধরা আটা ও ময়দা আরও জনপ্রিয় হবে। কর্তৃপক্ষ আরও জানায়, হাতলযুক্ত থাকায় সহজে বহনযোগ্য ১০ কেজি ওজনের এই দৃষ্টিনন্দন প্যাকেটটি সারা দেশের গ্রোসারি এবং সুপার স্টোরগুলোতে পাওয়া যাবে।