ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে ঋণ দিচ্ছে ছয় আর্থিক প্রতিষ্ঠান

  • আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক ” পাঁচ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সিন্ডিকেট মেয়াদি ঋণ হিসেবে ৯০০ কোটি টাকা পাচ্ছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। এই ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে কাজ করছে বেসরকারি খাতের ঢাকা ব্যাংক। বুধবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অর্থায়নকারী ব্যাংকগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। ঢাকা ব্যাংকের সঙ্গে এই সিন্ডিকেট ঋণের সহ-আয়োজক অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো) লিমিটেড। বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। বাৎসরিক ১৭ লাখ টন ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টে বিভিন্ন গ্রেডের বিটুমিন ছাড়াও ডিজেল, ফার্নেস অয়েল এবং ন্যাফথা উৎপন্ন হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত সকলেই দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, আমদানি বিকল্প এরূপ শিল্পের বিকাশ মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ, এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, সাবিনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ এহসানুল করিম। এছাড়া বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে ঋণ দিচ্ছে ছয় আর্থিক প্রতিষ্ঠান

আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

অর্থনৈতিক ডেস্ক ” পাঁচ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সিন্ডিকেট মেয়াদি ঋণ হিসেবে ৯০০ কোটি টাকা পাচ্ছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। এই ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে কাজ করছে বেসরকারি খাতের ঢাকা ব্যাংক। বুধবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অর্থায়নকারী ব্যাংকগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। ঢাকা ব্যাংকের সঙ্গে এই সিন্ডিকেট ঋণের সহ-আয়োজক অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো) লিমিটেড। বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। বাৎসরিক ১৭ লাখ টন ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টে বিভিন্ন গ্রেডের বিটুমিন ছাড়াও ডিজেল, ফার্নেস অয়েল এবং ন্যাফথা উৎপন্ন হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত সকলেই দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, আমদানি বিকল্প এরূপ শিল্পের বিকাশ মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ, এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, সাবিনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ এহসানুল করিম। এছাড়া বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।