ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

বসুন্ধরায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁরা হলেন ফরিদুল (৪০), রাব্বি (১৭) এবং লিটন (৩৫)। তাঁদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

ওসি রাকিবুল বলেন, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তাঁরা সেখানে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। দোতলার কাজ শুরু হবে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ ঘটনাস্থলে থাকা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরো দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ামরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদুল বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়। তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভাটারা থানার এসআই হাসানুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্ধরায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁরা হলেন ফরিদুল (৪০), রাব্বি (১৭) এবং লিটন (৩৫)। তাঁদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

ওসি রাকিবুল বলেন, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তাঁরা সেখানে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। দোতলার কাজ শুরু হবে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ ঘটনাস্থলে থাকা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরো দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ামরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদুল বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়। তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভাটারা থানার এসআই হাসানুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বিষাক্ত কোনো গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।