সাজেদ বিশ্বাস
আমি আজ কোনো বসন্তের
কথা শোনাবো না
আমি ২০২৫ সালে দাঁড়িয়ে
আপনাদের সামনে কোনো গাছ
লতা পাতা ফুলের সুগন্ধি নিয়ে
কোনো স্তবক বাক্য শোনাবো না।
আপনাদের সামনে কোনো ঝাঁঝাল
রাজনৈতিক বক্তৃতা ও দেবো না।
আমার পূর্বপুরুষও বহু বক্তৃতা
বহু কবিতা বহু গবেষণা বহু কল্যাণধর্মী
গ্রন্থ দিয়ে গেছেন॥
আমি আপনাদের সেগুলোও বলবো না।
চার্লি চ্যাপলিন চলে গেছেন
আমার জন্মের ও বহু আগে
আপনি আমরা কিছুই গ্রহণ করিনি!!
আমি আবারও বলছি
আপনাদের সামনে কোনো হেমন্ত বা
কোনো বসন্তের প্রশংসাও করবো না।
একটু ধৈর্য ধরে শুনুন
যদি সাম্প্রদায়িক বিষ ধারণ করেন
এই মুহূর্তে জায়গা ছেড়ে দিন
আর গোপনে বিদায় নিন।
আমি প্রথমেই বলছি আজ কোনো
অঝর ধারার বৃষ্টির ঝমঝম ছন্দের
কথা বলবো না।
আমি প্রথমে মানুষ
আমি এখানে মানুষের কথা বলবো।
এই নির্মম গণহত্যা
এই নির্মম সন্তান হত্যা
সব এলোমেলো করে দিয়েছে আমাকে
আমার মস্তিষ্কের সব সেল তীব্র কম্পনে ধাবমান
আসুন মিছিলে যোগ দিন॥
এই সন্তান হত্যা
এই নিষ্পাপ গাজা অধিবাসী হত্যা
আমার দিনের সব হিসেব এলোমেলো করে দিয়েছে।
মেরুদণ্ড সোজা করুন
জঘন্য নরপিশাচের বিরুদ্ধে।
আমি প্রথমেই বলছি কোনো
শিশির শব্দের বর্ণনা দেবো না
আমি সহ্য করতে করতে
পাথর হয়ে গিয়েছি।
আসুন, আমরা এমন সভ্যতার আহ্বান
করি যেখানে পৃথিবীর সব সন্তান
আনন্দে মেতে উঠবে॥
তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ,
তুমি মুসলিম
তা আলোচনা সূচি নয়
আমার আলোচনা সূচি
আমি আপনি এই বিশ্বের মানুষ॥
বিজ্ঞানী তুমি তোমার গবেষণা বন্ধ করো
তোমার গবেষণা আমার পৃথিবীর
সন্তানের বুকে আগুন ধরিয়ে দিয়েছে
তোমার প্রযুক্তি আমার পৃথিবীর
সন্তানের মৃত দেহ পাখির পালকের মতো
আকাশে ভাসমান!!
বিজ্ঞানী তোমার এই জ্ঞান আমি
কমোডে ফ্লাস করলাম।
তোমরা এডিসন কিংবা আর্কিমিডিস নও॥
বিল গেটস তোমার প্রযুক্তি
গাজার সন্তানকে খুঁজে খুঁজে
নরপিশাচরা হত্যায় লিপ্ত!!
তোমার প্রযুক্তিকেও আমি কমোডে ফ্লাশ করলাম
তোমার বিদ্যার জন্য দুঃখ হয়॥
কবি তুমি কবিতা লিখতে ভুলে গেছ
কবি তুমি নাজিম হিকমতকে ভুলে গেছ
কবি তুমি ভুলে গেছ
অ্যালেন গিনসবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড!!
কবি তুমি তোমার কলম উঠিয়ে রাখো॥
আমি আবারও বলছি আমি কোনো রাজনৈতিক
স্তবক শোনাবো না
আমি আজ আমার চোখের সব উপচানো জলের
সুপ্ত ভাষার কথা বলবো।
আমি কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গিয়েছি
আমি প্রতিজ্ঞা করেছি আর কাঁদবো না।
আমি আমার সন্তান হত্যার
প্রতিশোধ নিয়ে ফিরবো।
কী করবে ওরা
আমাকে জেলে নেবে
হত্যা করবে
করতে পারো-
কতজন একশ’ দুইশ’ মিলিয়ন
করতে পারো
ভয় পাবেন না
আমার মৃত্যুর পর ওরা ধ্বংস হবে
পৃথিবীর মানুষ আবার ভালোবাসা ফিরে পাবে
জেগে থাকবে মিলিয়ন আত্মা॥
আমার দুর্ভাগ্য আজ একজন
জর্জ হ্যারিসন নেই।
দুঃখ হয় খুব দুঃখ হয়
আমি ঘুমাতে পারি না
তোমার সন্তান হত্যা হলে
কেমন লাগতো বলতো?
গাজার সন্তান কি সন্তান নয়???