ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বসনিয়ায় তুষারঝড়ে বিদ্যুৎহীন দুই লাখের বেশি বাড়িঘর

  • আপডেট সময় : ০৬:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: তুষারঝড়ের কারণে বসনিয়া ও হার্জেগোভিনার দুই লাখেরও বেশি বাড়িঘর বুধবার দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শক্তিশালী একটি তুষারঝড় বলকান অঞ্চলের কয়েকটি দেশের ওপর দিয়ে বয়ে যায়।

এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মূলত উত্তরপশ্চিমাঞ্চল ও মধ্য বসনিয়ার শহর ও গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে দেশটির দুটি বিদ্যুৎ সংস্থা জানিয়েছে।
রয়টার্স লিখেছে, বুধবার খ্রিষ্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন তুষারপাত বন্ধ হলেও আগের তুষারপাতের কারণে অনেক রাস্তায় বরফের স্তূপ জমে ছিল আর তাতে বিভিন্ন শহর ও গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।
ইলেকট্রোপ্রেনোস বিআইএইচ বিদ্যুৎ বিতরণ সংস্থার মুখপাত্র ইয়েলেনা মার্কোভিচ বলেন, আমাদের কর্মীরা সবসময়ই মাঠ পর্যায়ে অবস্থান করছে ও নিজেদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছে।

কিন্তু বিপর্যস্ত অধিকাংশ বিতরণ লাইন দুর্গম এলাকায় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রতিবেশী ক্রোয়েশিয়ার জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, তারা মধ্যাঞ্চলীয় লিকা অঞ্চলে বরফের নিচে চাপা পড়ে থাকা ৪৮ জনকে উদ্ধার করেছেন।
অন্যদিকে রোববার থেকে আল্পস পর্বতে আটকে পড়ে আছেন হাঙ্গেরীয় এক পর্বতারোহী।

স্লোভেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঝড়ো বাতাস ও তুষারপাতের কারণে উদ্ধারকারী হেলিকপ্টারের পক্ষেও তার কাছে পৌঁছানো সম্ভব হয়ে উঠেছে না।
সার্বিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার পর রাতে সরবরাহ ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

বসনিয়ায় তুষারঝড়ে বিদ্যুৎহীন দুই লাখের বেশি বাড়িঘর

আপডেট সময় : ০৬:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক: তুষারঝড়ের কারণে বসনিয়া ও হার্জেগোভিনার দুই লাখেরও বেশি বাড়িঘর বুধবার দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শক্তিশালী একটি তুষারঝড় বলকান অঞ্চলের কয়েকটি দেশের ওপর দিয়ে বয়ে যায়।

এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মূলত উত্তরপশ্চিমাঞ্চল ও মধ্য বসনিয়ার শহর ও গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে দেশটির দুটি বিদ্যুৎ সংস্থা জানিয়েছে।
রয়টার্স লিখেছে, বুধবার খ্রিষ্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন তুষারপাত বন্ধ হলেও আগের তুষারপাতের কারণে অনেক রাস্তায় বরফের স্তূপ জমে ছিল আর তাতে বিভিন্ন শহর ও গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।
ইলেকট্রোপ্রেনোস বিআইএইচ বিদ্যুৎ বিতরণ সংস্থার মুখপাত্র ইয়েলেনা মার্কোভিচ বলেন, আমাদের কর্মীরা সবসময়ই মাঠ পর্যায়ে অবস্থান করছে ও নিজেদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছে।

কিন্তু বিপর্যস্ত অধিকাংশ বিতরণ লাইন দুর্গম এলাকায় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রতিবেশী ক্রোয়েশিয়ার জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, তারা মধ্যাঞ্চলীয় লিকা অঞ্চলে বরফের নিচে চাপা পড়ে থাকা ৪৮ জনকে উদ্ধার করেছেন।
অন্যদিকে রোববার থেকে আল্পস পর্বতে আটকে পড়ে আছেন হাঙ্গেরীয় এক পর্বতারোহী।

স্লোভেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঝড়ো বাতাস ও তুষারপাতের কারণে উদ্ধারকারী হেলিকপ্টারের পক্ষেও তার কাছে পৌঁছানো সম্ভব হয়ে উঠেছে না।
সার্বিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার পর রাতে সরবরাহ ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।