ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : ফুল দিয়ে নবীনদের বরণ করেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ
জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ছয়টি বিভাগের শ্রেণিকক্ষে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফিশারিজ বিভাগ, গণিত বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ও সমাজকর্ম বিভাগে উপস্থিত হয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্বপরিম-লে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতি উন্নয়ন সম্ভব নয়। আর এ জন্য চাই দক্ষ ও আলোকিত মানবসম্পদ।
বশেফমুবিপ্রবিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ
তরুণ শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের আহ্বান জানান উপাচার্য।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশের মেধাবী শিক্ষার্থী। প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। তোমাদের কাছে পরিবার, সমাজ ও দেশের অনেক প্রত্যাশা রয়েছে।
নিষ্ঠা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে যোগ্য ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের প্রতি যথাযথ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বশেফমুবিপ্রবিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাদের বিভাগের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। পৃথক এসব অনুষ্ঠানে স্ব-স্ব বিভাগের চেয়ারম্যানরা সভাপতিত্ব করেন।
নবীনদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা, প্রকল্প পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, উপ-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের জনাব এস.এম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের ড. আব্দুস ছাত্তার, ইইই বিভাগের চেয়ারম্যান জনাব মো. রাশিদুল ইসলামসহ বিভাগসমূহের শিক্ষকবৃন্দ।
বশেফমুবিপ্রবিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ