ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বলিপাড়ায় এখন ‘সাইয়ারা’ জুটির প্রেমের গুঞ্জন

  • আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিনোদন দুনিয়ায় এখন একটাই গুঞ্জন প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন জনপ্রিয় সিনেমা ‘সাইয়ারা’ জুটির তারকা অহান পাণ্ডে ও অনীত পড্ডার। পর্দায় তাদের গভীর রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল; এবার বাস্তবেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে যে জল্পনা চলছিল, তাতে যেন পাকাপাকিভাবে সিলমোহর দিলেন অহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ায় সেই প্রশ্নই উঠেছে সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটিকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দিলেন অহান।

জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন অহান। আর ঠিক তখনই তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত। তার চোখেমুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট। উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির বহু আগেই এই কনসার্ট হয়েছিল। তাই অনুরাগীদের ধারণা, ছবির শুটিং চলার সময়ই নাকি দু’জনের মধ্যে ভালোবাসার এই সম্পর্ক তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, অহান ও অনীত নাকি বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন। পরস্পরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে শুটিং করা, সময় কাটানোর মধ্যে দিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।

চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’ সিনেমাটি, যা বক্স অফিসেও দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেওয়ায় ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। এখন দেখার বিষয়, ভালোবাসার এই সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেন কিনা।

এসি/আপ্র/১৪/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বলিপাড়ায় এখন ‘সাইয়ারা’ জুটির প্রেমের গুঞ্জন

আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: বিনোদন দুনিয়ায় এখন একটাই গুঞ্জন প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন জনপ্রিয় সিনেমা ‘সাইয়ারা’ জুটির তারকা অহান পাণ্ডে ও অনীত পড্ডার। পর্দায় তাদের গভীর রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল; এবার বাস্তবেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে যে জল্পনা চলছিল, তাতে যেন পাকাপাকিভাবে সিলমোহর দিলেন অহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ায় সেই প্রশ্নই উঠেছে সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটিকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দিলেন অহান।

জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন অহান। আর ঠিক তখনই তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত। তার চোখেমুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট। উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির বহু আগেই এই কনসার্ট হয়েছিল। তাই অনুরাগীদের ধারণা, ছবির শুটিং চলার সময়ই নাকি দু’জনের মধ্যে ভালোবাসার এই সম্পর্ক তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, অহান ও অনীত নাকি বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন। পরস্পরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে শুটিং করা, সময় কাটানোর মধ্যে দিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।

চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’ সিনেমাটি, যা বক্স অফিসেও দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেওয়ায় ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। এখন দেখার বিষয়, ভালোবাসার এই সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেন কিনা।

এসি/আপ্র/১৪/১০/২০২৫