ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বলিউডে বিখ্যাত কমেডিয়ানরা

  • আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সিনেমা জগতে অভিনেতা, অভিনেত্রী ও ভিলেন নিয়েই থাকে কাহিনি। তবে এরা ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকে যা দর্শকদের হাসায়। বলা হয়ে থাকে যে দর্শক সবচেয়ে বেশি কাঁদে তখন যখন কমেডিয়ানরা কাঁদে। হ্যাঁ, কৌতুক অভিনেতাদের কথাই বলা হচ্ছে। কৌতুক অভিনেতারা তাদের অভিনয়ের দক্ষতার জন্য জনপ্রিয় হয়ে উঠেন। বলিউডের অনেক কমেডি অভিনেতাই তাদের নিখুঁত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। দেখে নেয়া যাক সেই তালিকা-
জনি লিভার : জনি লিভারকে চেনেন না এমন মানুষ কমই আছে। এই কৌতুক অভিনেতা ২০০ টিরও বেশি সিনেমায় দর্শকদের হাসিয়েছেন। অভিনেতা ‘দিওয়ানা মাস্তানা’ এবং ‘দুলহে রাজা’র মতো সিনেমায় কমেডি ভূমিকার জন্য ২টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি ভারত পেরিয়ে বাংলাদেশেও একজন মজার কৌতুক অভিনেতা হয়ে উঠেছেন।
গোবিন্দ : গোবিন্দ তার অভিনয় এবং নাচের দক্ষতার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তিনি বলিউডের অন্যতম সেরা কৌতুক অভিনেতাও। তিনি ‘ইলজাম’ দিয়ে অভিনয়ে পা রাখেন। নায়ক হলেও কমেডি দিয়ে তিনি সুপারস্টার হয়েছেন। ‘রাজা বাবু’, ‘কুলি নং১’, ‘ দুলহে রাজা’, ‘আনারি নং ১’, এবং ‘হাসিনা মান যায়েগি’র মতো কমেডি মুভিতে আইকনিক অভিনয় করেছেন।
শক্তি কাপুর : শক্তি কাপুর এমন একজন অভিনেতা তিনি কৌতুক এবং খল চরিত্রে একসঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। ‘চালবাজ’ থেকে ‘বলমা হোক’ বা ‘রাজা বাবুর নান্দু’, তার চরিত্র দর্শকদের বেশ পছন্দ হয়েছে। তিনি রূপালী পর্দায় অভিনয় করার জন্য বেছে নিয়েছেন বিস্তৃত সংখ্যক ভূমিকা। বিখ্যাত মিমিক্রি শিল্পীদের মধ্যেও তিনি একজন। তার মজার সংলাপ যেমন ‘ম্যায় হু নান্দু সব কা বন্ধু’, ‘আঁখেন নিকাল কে গোটিয়া খেলুঙ্গা’ বছরের পর বছর ধরে ভক্তদের হাসিয়েছে।
রাজ পাল যাদব : বলিউডের সেরা কৌতুক অভিনেতাদের তালিকায় রয়েছেন রাজ পাল যাদব। আইকনিক কৌতুক অভিনেতা তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের হাসিয়েছেন। ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘হাঙ্গামা’, ‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’, ‘চুপকে চুপকে’, ‘ফির হেরা ফেরি’, ‘গরম মসলা’র মতো ছবিগুলোতে তিনি হাসির যোগান দিয়েছেন।
পরেশ রাওয়াল : আরেক বিখ্যাত কৌতুক অভিনেতা পরেশ রাওয়াল। অভিনেতা রূপালী পর্দায় অসংখ্য উল্লেখযোগ্য কমিক চরিত্রে অভিনয় করেছেন। ‘হেরা ফেরি’ সিনেমার বাবুরাও মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন। অভিনেতাকে ‘চাচি ৪২০’, ‘নায়ক’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘হাঙ্গামা’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দেখা গেছে।
অক্ষয় কুমার : অক্ষয় কুমার বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। এই অভিনেতা অনেক চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি ঘরানায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। খিলাড়ি কুমার তার সিনেমায় কমেডি ভূমিকার কারণে বলিউডের অন্যতম সেরা কৌতুক অভিনেতা হিসেবেও পরিচিত।
টিকু তালসানিয়া : টিকু তালসানিয়া মূলত টেলিভিশনের সেরা কমেডি অভিনেতাদের একজন। তিনি ‘দিল হ্যায় কে মানতা না’, ‘উমর ৫৫ কি দিল বাচপান কা’, ‘বোল রাধা বোল’,’আন্দাজ’ ‘আপনা আপনা’ এবং ‘মিস্টার বেচারা’র মতো সিনেমাতেও কমিক চরিত্রে অভিনয় করেছেন।
নানা পাটেকর : যদিও অভিনেতা কমেডি সিনেমায় অভিনয় তেমন করেননি। তার কয়েকটি কমেডি চরিত্র খুবই জনপ্রিয় ছিল। দর্শক আজও তাকে মনে রেখেছেন সেসব চরিত্রের জন্য। যেমন ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ ছবিগুলো তাকে একজন কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আসরানী : সিনেমা জগতের কিংবদন্তি আসরানী। ৩০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘আজ কি তাজা খবর’, ‘চুপকে চুপকে’ , ‘হীরালাল পান্নালাল’, ‘পাতি পাটনি অর হু’, ‘ধামাল’, সিনেমার মাধ্যমে তিনি কমেডিয়ান হিসেবে বিখ্যাত হয়েছিলেন। ‘শোলে’ সিনেমা তাকে বিখ্যাত করেছে।
সঞ্জয় মিশ্র : বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কমেডি চরিত্রগুলো তাকে খ্যাতি এনে দিয়েছে। ‘অল দ্য বেস্ট’, ‘ বান্টি অর বাবলি’ এবং ‘আপনা স্বপ্ন মানি মানি’ সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত। আর গোলমাল সিরিজে তার অসাধারণ অভিনয় কে ভুলতে পারে!
রাজাক খান : প্রয়াত কমেডিয়ান রাজাক খান বলিউডের সবচেয়ে অবমূল্যায়িত অভিনেতাদের মধ্যে একজন। এমনটাই মনে করা হয়। অভিনেতা মানিকচাঁদ, নিনজা চাচা, বাদশা, হ্যালো ব্রাদার, তক্কর পেহেলওয়ান ছবিগুলোতে কমিক চরিত্রে তিনি দর্শক মাতিয়েছেন।
মেহমুদ : বলিউডে তিনি শুধু কৌতুক অভিনেতা নন একজন সফল প্রযোজক, পরিচালক এবং গায়কও ছিলেন। মেহমুদ ৩০০টিরও বেশি বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন। ফিল্মফেয়ার পুরস্কারের জন্য ২৫টি মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে কমিক চরিত্রে সেরা অভিনয়ের জন্যই ছিল ১৯টি। অভিনেতা তার দর্শকদের মজা দেওয়ার শিল্পটি খুব ভালভাবে জানতেন। তিনি ‘বোম্বে টু গোয়া’ এবং ‘আন্দাজ আপনা আপনা’-এর মতো কমেডি সিনেমার অংশ ছিলেন। অভিনেতা ২৩ জুলাই ২০০৪-এ মৃত্যুবরণ করেন।
জনি ওয়াকার : জনি ওয়াকার ছিলেন একজন কিংবদন্তি বলিউড কমেডিয়ান যিনি একটি গুরুতর দৃশ্যকেও মজার দৃশ্যে পরিণত করতে পারেন। তার আসল নাম বদরুদ্দিন জামালুদ্দিন কাজী। গুরু দত্তই তার নাম পরিবর্তন করে জনি ওয়াকার রাখেন। তার ‘পিয়াসা’, ‘মেরে মেহবুব’, এবং ‘চোরি চোরি’র মতো সিনেমা তাকে বলিউডে তারকাদের মতো মর্যাদা দিয়েছে। ‘শিকার’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কারে ভূষিত হন তিনি।
কাদের খান : তিনি বেশির ভাগ সিনেমাতে রাগি বাবার চরিত্র করতেন। তবে তিনি বলিউডের শীর্ষ কৌতুক অভিনেতা হিসেবেই বেশি পরিচিত। বহুমুখী প্রতিভাবান অভিনেতা তার ‘মিস্টার’ সিনেমা দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। ‘মিসেস খিলাড়ি’, ‘দুলহে রাজা’র মতো সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করে মন জয় করেন দর্শকদের। তবে অনেকেই জানেন না কাদের খান বলিউডের অনেক সংলাপও লিখেছেন। তার প্রথম কমেডি সিনেমা ‘হিম্মতওয়ালা’। অভিনেতা ৮০ এবং ৯০ এর দশকে কৌতুক শিল্পে রাজত্ব করেছিলেন।
জগদীপ : প্রবীণ অভিনেতা এবং কৌতুক অভিনেতা জগদীপ ‘শোলে’তে তার কমিক চরিত্রে জন্য পরিচিত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বলিউডে বিখ্যাত কমেডিয়ানরা

আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : সিনেমা জগতে অভিনেতা, অভিনেত্রী ও ভিলেন নিয়েই থাকে কাহিনি। তবে এরা ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকে যা দর্শকদের হাসায়। বলা হয়ে থাকে যে দর্শক সবচেয়ে বেশি কাঁদে তখন যখন কমেডিয়ানরা কাঁদে। হ্যাঁ, কৌতুক অভিনেতাদের কথাই বলা হচ্ছে। কৌতুক অভিনেতারা তাদের অভিনয়ের দক্ষতার জন্য জনপ্রিয় হয়ে উঠেন। বলিউডের অনেক কমেডি অভিনেতাই তাদের নিখুঁত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। দেখে নেয়া যাক সেই তালিকা-
জনি লিভার : জনি লিভারকে চেনেন না এমন মানুষ কমই আছে। এই কৌতুক অভিনেতা ২০০ টিরও বেশি সিনেমায় দর্শকদের হাসিয়েছেন। অভিনেতা ‘দিওয়ানা মাস্তানা’ এবং ‘দুলহে রাজা’র মতো সিনেমায় কমেডি ভূমিকার জন্য ২টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি ভারত পেরিয়ে বাংলাদেশেও একজন মজার কৌতুক অভিনেতা হয়ে উঠেছেন।
গোবিন্দ : গোবিন্দ তার অভিনয় এবং নাচের দক্ষতার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তিনি বলিউডের অন্যতম সেরা কৌতুক অভিনেতাও। তিনি ‘ইলজাম’ দিয়ে অভিনয়ে পা রাখেন। নায়ক হলেও কমেডি দিয়ে তিনি সুপারস্টার হয়েছেন। ‘রাজা বাবু’, ‘কুলি নং১’, ‘ দুলহে রাজা’, ‘আনারি নং ১’, এবং ‘হাসিনা মান যায়েগি’র মতো কমেডি মুভিতে আইকনিক অভিনয় করেছেন।
শক্তি কাপুর : শক্তি কাপুর এমন একজন অভিনেতা তিনি কৌতুক এবং খল চরিত্রে একসঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। ‘চালবাজ’ থেকে ‘বলমা হোক’ বা ‘রাজা বাবুর নান্দু’, তার চরিত্র দর্শকদের বেশ পছন্দ হয়েছে। তিনি রূপালী পর্দায় অভিনয় করার জন্য বেছে নিয়েছেন বিস্তৃত সংখ্যক ভূমিকা। বিখ্যাত মিমিক্রি শিল্পীদের মধ্যেও তিনি একজন। তার মজার সংলাপ যেমন ‘ম্যায় হু নান্দু সব কা বন্ধু’, ‘আঁখেন নিকাল কে গোটিয়া খেলুঙ্গা’ বছরের পর বছর ধরে ভক্তদের হাসিয়েছে।
রাজ পাল যাদব : বলিউডের সেরা কৌতুক অভিনেতাদের তালিকায় রয়েছেন রাজ পাল যাদব। আইকনিক কৌতুক অভিনেতা তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের হাসিয়েছেন। ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘হাঙ্গামা’, ‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’, ‘চুপকে চুপকে’, ‘ফির হেরা ফেরি’, ‘গরম মসলা’র মতো ছবিগুলোতে তিনি হাসির যোগান দিয়েছেন।
পরেশ রাওয়াল : আরেক বিখ্যাত কৌতুক অভিনেতা পরেশ রাওয়াল। অভিনেতা রূপালী পর্দায় অসংখ্য উল্লেখযোগ্য কমিক চরিত্রে অভিনয় করেছেন। ‘হেরা ফেরি’ সিনেমার বাবুরাও মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন। অভিনেতাকে ‘চাচি ৪২০’, ‘নায়ক’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘হাঙ্গামা’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দেখা গেছে।
অক্ষয় কুমার : অক্ষয় কুমার বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। এই অভিনেতা অনেক চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি ঘরানায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। খিলাড়ি কুমার তার সিনেমায় কমেডি ভূমিকার কারণে বলিউডের অন্যতম সেরা কৌতুক অভিনেতা হিসেবেও পরিচিত।
টিকু তালসানিয়া : টিকু তালসানিয়া মূলত টেলিভিশনের সেরা কমেডি অভিনেতাদের একজন। তিনি ‘দিল হ্যায় কে মানতা না’, ‘উমর ৫৫ কি দিল বাচপান কা’, ‘বোল রাধা বোল’,’আন্দাজ’ ‘আপনা আপনা’ এবং ‘মিস্টার বেচারা’র মতো সিনেমাতেও কমিক চরিত্রে অভিনয় করেছেন।
নানা পাটেকর : যদিও অভিনেতা কমেডি সিনেমায় অভিনয় তেমন করেননি। তার কয়েকটি কমেডি চরিত্র খুবই জনপ্রিয় ছিল। দর্শক আজও তাকে মনে রেখেছেন সেসব চরিত্রের জন্য। যেমন ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ ছবিগুলো তাকে একজন কৌতুক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আসরানী : সিনেমা জগতের কিংবদন্তি আসরানী। ৩০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘আজ কি তাজা খবর’, ‘চুপকে চুপকে’ , ‘হীরালাল পান্নালাল’, ‘পাতি পাটনি অর হু’, ‘ধামাল’, সিনেমার মাধ্যমে তিনি কমেডিয়ান হিসেবে বিখ্যাত হয়েছিলেন। ‘শোলে’ সিনেমা তাকে বিখ্যাত করেছে।
সঞ্জয় মিশ্র : বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কমেডি চরিত্রগুলো তাকে খ্যাতি এনে দিয়েছে। ‘অল দ্য বেস্ট’, ‘ বান্টি অর বাবলি’ এবং ‘আপনা স্বপ্ন মানি মানি’ সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত। আর গোলমাল সিরিজে তার অসাধারণ অভিনয় কে ভুলতে পারে!
রাজাক খান : প্রয়াত কমেডিয়ান রাজাক খান বলিউডের সবচেয়ে অবমূল্যায়িত অভিনেতাদের মধ্যে একজন। এমনটাই মনে করা হয়। অভিনেতা মানিকচাঁদ, নিনজা চাচা, বাদশা, হ্যালো ব্রাদার, তক্কর পেহেলওয়ান ছবিগুলোতে কমিক চরিত্রে তিনি দর্শক মাতিয়েছেন।
মেহমুদ : বলিউডে তিনি শুধু কৌতুক অভিনেতা নন একজন সফল প্রযোজক, পরিচালক এবং গায়কও ছিলেন। মেহমুদ ৩০০টিরও বেশি বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন। ফিল্মফেয়ার পুরস্কারের জন্য ২৫টি মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে কমিক চরিত্রে সেরা অভিনয়ের জন্যই ছিল ১৯টি। অভিনেতা তার দর্শকদের মজা দেওয়ার শিল্পটি খুব ভালভাবে জানতেন। তিনি ‘বোম্বে টু গোয়া’ এবং ‘আন্দাজ আপনা আপনা’-এর মতো কমেডি সিনেমার অংশ ছিলেন। অভিনেতা ২৩ জুলাই ২০০৪-এ মৃত্যুবরণ করেন।
জনি ওয়াকার : জনি ওয়াকার ছিলেন একজন কিংবদন্তি বলিউড কমেডিয়ান যিনি একটি গুরুতর দৃশ্যকেও মজার দৃশ্যে পরিণত করতে পারেন। তার আসল নাম বদরুদ্দিন জামালুদ্দিন কাজী। গুরু দত্তই তার নাম পরিবর্তন করে জনি ওয়াকার রাখেন। তার ‘পিয়াসা’, ‘মেরে মেহবুব’, এবং ‘চোরি চোরি’র মতো সিনেমা তাকে বলিউডে তারকাদের মতো মর্যাদা দিয়েছে। ‘শিকার’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কারে ভূষিত হন তিনি।
কাদের খান : তিনি বেশির ভাগ সিনেমাতে রাগি বাবার চরিত্র করতেন। তবে তিনি বলিউডের শীর্ষ কৌতুক অভিনেতা হিসেবেই বেশি পরিচিত। বহুমুখী প্রতিভাবান অভিনেতা তার ‘মিস্টার’ সিনেমা দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। ‘মিসেস খিলাড়ি’, ‘দুলহে রাজা’র মতো সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করে মন জয় করেন দর্শকদের। তবে অনেকেই জানেন না কাদের খান বলিউডের অনেক সংলাপও লিখেছেন। তার প্রথম কমেডি সিনেমা ‘হিম্মতওয়ালা’। অভিনেতা ৮০ এবং ৯০ এর দশকে কৌতুক শিল্পে রাজত্ব করেছিলেন।
জগদীপ : প্রবীণ অভিনেতা এবং কৌতুক অভিনেতা জগদীপ ‘শোলে’তে তার কমিক চরিত্রে জন্য পরিচিত।