বিনোদন ডেস্ক : শাহরুখ খান পরবর্তী ছবি ‘পাঠান’ এর জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। অথচ এক সময়ে বলিউডের শীর্ষ অভিনেতাদের বেতন ছিল লাখের নিচে। বলিউডে সেই সময়ে দিলীপ কুমারই প্রথম অভিনেতা যিনি সিনেমার জন্য লাখ রুপি পারিশ্রমিক হেঁকেছিলেন। একটা সময় ছিল যখন ফিচার ফিল্মে অভিনয়ের জন্য বলিউড তারকাদের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল মাত্র এক লাখ রুপি। আর তা প্রথম পেয়েছিলেন দিলীপ কুমার। ১৯৪০ সালে প্রথম ছবি মুক্তি পাওয়ার পরে রাতারাতি তারকা বনে যান দিলীপ কুমার। ১৯৫০ সালে তিনি হাঁকেন ছয় সংখ্যার পারিশ্রমিক। ১ লাখ রুপি সেই সময়ে অনেক অর্থ। বিনোদন জগতে তখন সাড়া ফেলেছিল খবরটি। বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক হাঁকানো তারকা শাহরুখ। এর পরেই আছে সালমানের নাম। প্রথম ছবিতে সালমান খান পারিশ্রমিক নেন ৬০-৭০ কোটি রুপি। আমির খানের পারিশ্রমিক ৫০-৬০ কোটি রুপি এবং অক্ষয়ের পারিশ্রমিক বর্তমানে ৫০ কোটি রুপি।