বিনোদন ডেস্ক: সিনেমা এবং অভিনয়শিল্পীদের নিয়ে রাজনীতি হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে। এমন অভিযোগ আগে অনেকেই করেছেন। এবার বলিউডের সেই রাজনীতি নিয়ে বোমা ফাটালেন ভারতের আন্তর্জাতিক তারকা তথা প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়া।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এই নায়িকার দাবি, ভারতে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন। সম্প্রতি পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় এমন অনেক বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেন প্রিয়াঙ্কা।
কেন তিনি দেশ ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন? সম্প্রতি সে সমস্ত বিষয় খোলাসা করেন দেশি গার্ল। বলেন, ‘আমি আগে কখনো যা বলিনি, তা আজ বলছি। আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হলো একটা বিরতি দরকার।’
প্রিয়াঙ্কা বলেন, ‘সে সময় মিউজিক আমাকে অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ করি।’
অভিনেত্রীর প্রশ্ন, ‘আমাকে কাজ পেতে হলে কেন কিছু দল, গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে? ততদিনে আমি তো অনেক কাজ করে ফেলেছি। তাই ওরা আমার ক্যারিয়ার নষ্ট করতে উঠেপড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি, বাকিরাও যাতে না নেয়, তার জন্য উঠেপড়ে লেগেছিল। তখন ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।’
প্রিয়াঙ্কা জানান, সে সময় মার্কিন মুলুকের তারকা গায়ক পিটবুল, উইল.আই.অ্যাম (উইলিমায় জেমস অ্যাডামস), ফ্যারেল উইলিয়ামস, মার্কিন র্যাপার জায়েজদের সঙ্গে কাজ করেছি। তখন বুঝলাম, আমার মিউজের ক্যারিয়ার এখন শেষ হয়নি। পরবর্তী সময়ে আমি মার্কিন মুলুকে অভিনয় ক্যারিয়ারও গড়তে শুরু করি।’
হলিউডে সর্বপ্রথম ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। পরবর্তীতে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয় করেছেন। শিগগিরই ‘সিটাডেল’ ছবিটিতে দেখা যাবে তাকে। মে মাসে মুক্তি পাবে প্রিয়াঙ্কার আরও এক হলিউড ছবি ‘লাভ এগেইন’।
বলিউডেরই কিছু লোক আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল: প্রিয়াঙ্কা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ