শফিকুল আলম সবুজ : বর্ষা এলে ফর্সা আকাশ
দেখতে ভীষণ কালো,
মেঘের সাথে বৃষ্টি নামে
মন হয়ে যায় ভালো।
বর্ষা এলে রাস্তাঘাটে
পূর্ণ হাঁটুজলে ,
ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ে
ভিজবে খোকার দলে।
বর্ষা এলে থইথই করে
জলে ভরা বিলে,
বর্ষা এলে কদম ফুটে
শাপলা ফুটে ঝিলে।
বর্ষা এলে গাছের ডালে
কদম ফুলে ফুলে,
ফুল কুড়াতে খোকা খুকি
গাছের ডালে ঝুলে।